স্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করে পর্ষদ প্রতিবছরই কিছু না কিছু নতুন সিদ্ধান্ত নিয়ে থাকে। এবার ২০২৩ সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে পর্ষদের তরফ থেকে বেশ কিছু নতুন কর্মসূচি নেওয়া হতে চলেছে।
সম্প্রতি আপনারা দেখেছেন ২০২২ এর প্রাথমিক টেট পরীক্ষা কে কেন্দ্র করে পর্ষদের তরফ থেকে কঠিন বন্দোবস্ত করা হয়েছিল, সিসিটিভি থেকে শুরু করে বায়োমেট্রিক এছাড়াও মেটাল ডিটেক্টর প্রভৃতি ।
আরও পড়ুন:- Free Ration : নতুন বছর জানুয়ারি মাসে কোন কার্ডে কত রেশন পাবেন লিস্ট দেখুন
এবার মাধ্যমিক পরীক্ষাতেও কঠোর ব্যবস্থা নিতে চলেছে পর্ষদ । সিসি ক্যামেরা নজরদারের সাথে পরীক্ষা কক্ষে মোবাইল ফোনসহ যাবতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ । সেই সঙ্গে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া আটকাতে একটি নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ হলের বাইরে যেতে পারবে না । পরীক্ষা শেষের আগে কেউ হলের বাইরে বেরোতে চাইলে উত্তরপএ এর সঙ্গে প্রশ্নপত্র জমা দিতে হবে । পরীক্ষার সময়সীমা শেষ হলে পরীক্ষকের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করতে হবে।
কয়েক বছর থেকেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দেখা গেছে পরীক্ষা চলাকালীনই প্রশ্ন বাইরে চলে যাচ্ছে। এবং সেই প্রশ্নের উত্তর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এবার তা আটকাতেই পর্ষদ এই সিদ্ধান্ত নিতে চলেছে।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কি কি করনীয় একজন পরীক্ষার্থীদের তা জানিয়ে বিজ্ঞপ্তি এবং পোস্টার তৈরি করা হবে। স্কুল থেকে যখন অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে ছাত্র-ছাত্রীরা সেই অ্যাডমিট কার্ডেই সেই পোস্টারের তথ্য দেখতে পাবে । সেই পোস্টারে আরো লেখা থাকবে পরীক্ষার কক্ষে প্রবেশের সময় কি কি নিয়ে যেতে পারবে কি কি নিয়ে যেতে পারবে না। অভিভাবকদের হলে প্রবেশ করার কি নিয়ম রয়েছে সবই পোস্টারে লেখা থাকবে। এক পর্ষদ কর্তা আরো বলেন পর্ষদের তরফ থেকে প্রকাশিত টেস্ট পেপারেও সেই পোস্টার দেওয়া থাকবে।
আরও পড়ুন:- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ । Bangla Sahayata Kendra Recruitment 2023
পর্ষদের তরফ থেকে নতুন অ্যাপ চালু করা হচ্ছে সেই অ্যাপের মাধ্যমে একজন সুপারভাইজার পরীক্ষা কেন্দ্রের যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং সুবিধা ও অসুবিধা সরাসরি জানাতে পারবেন পর্ষদ কে । এছাড়াও পর্ষদ আরো জানিয়েছে সব পরীক্ষা কেন্দ্রের গেটে এবং করিডোরে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে । তবে কিছু স্কুল জানিয়েছে ক্যামেরার টাকা নেই সেই ক্ষেত্রে পর্ষদের বক্তব্য স্কুলের কম্পোজিট গ্র্যান্ড থেকেই সিসি ক্যামেরা লাগানোর অর্থ নিতে হবে। এছাড়াও যে সকল স্কুল টাকার অভাবে সিসি ক্যামেরা লাগাতে পারবে না সেই সকল স্কুলে পরবর্তী সময়ে পরীক্ষা কেন্দ্র করা হবে না।