New Rules In India From 1st August 2024: জুলাই মাস শেষ হতে চলল সামনে আসতে চলেছে আগস্ট মাস । আগস্ট মাসে পকেটে ও হেসেলে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে । আমজনতা যেই পরিবর্তনগুলি আপনাদের দৈনন্দিন জীবন বিশেষ করে অর্থনৈতিক দিকটিকে বিশেষভাবে প্রভাবিত করবে । তাই প্রত্যেকের এই নিয়মগুলি সম্পর্কে পরিচিত থাকা গুরুত্বপূর্ণ । নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে।
1) এটিএম, সিএনজি ও পিএনজির দামে পরিবর্তন:-
এলপিজি সিলিন্ডারের পাশাপাশি এয়ার টারবাইন ফুয়েল সংক্ষেপে এটিএফ এবং সিএনজি পিএনজির দামে পরিবর্তন আসতে পারে আগস্ট মাসে । এর আগে এপ্রিল মাসে এটিএফ এর দাম কমানো হয়েছিল তাই আগস্ট মাসে এই জ্বালানির দাম কি হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে
2) এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন:-
প্রতি মাসের প্রথম দিকে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে । আগস্ট মাসেও এর ব্যতিক্রম হবে না । বিশেষ করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বর্তমান সময়ে বেশ কিছু উঠানমা লক্ষ্য করা গেলেও বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দামে স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে। তবে আগস্ট মাসে রান্নার গ্যাসের দাম কিছুটা বাড়তে বা কমতে পারে এই রকমটাই খবর
3) HDFC ব্যাংকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন:-
HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আগস্ট মাসটি খুবই গুরুত্বপূর্ণ । এবার থেকে Paytm, Mobikwik, Freecharge, CRED এবং অন্য থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের পেমেন্ট করা হয়। তাহলে সেই লেনদেনের উপর এক পারসেন্ট চার্জ নেওয়া হবে। পনেরো হাজার টাকার বেশি লেনদেনের জন্য মোট টাকার অংকের উপর এক পারসেন্ট চার্জ নেয়া হবে।
4) গুগল ম্যাপের চার্জ কমানো:-
গুগল ম্যাপ ভারতে তার পরিষেবার জন্য ৭০% চার্জ কমানোর ঘোষণা করেছে । google তার মানচিত্র পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে অর্থ প্রদান করবে ।
5) ব্যাংক ছুটি:-
আগস্ট মাসে ব্যাঙ্ক গুলোতে বেশ কিছু ছুটি থাকবে। রাখিবন্ধন, জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবসের মতো উপলক্ষে ব্যঙ্গ ছুটি থাকবে । এছাড়াও প্রত্যেক রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার মিলিয়ে সাপ্তাহিক ছুটিও থাকছে। তাই আগস্ট মাসে ব্যাংক সংক্রান্ত কোনো কাজ থাকলে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করে নেওয়া উচিত।
আরও পড়ুন:- গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাকরি
আরও পড়ুন:- Karmabandhu Job 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, এক্ষুনি আবেদন করুন
অর্থাৎ আগস্ট মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন (New Rules In India From 1st August 2024) আসতে চলেছে এই পরিবর্তন গুলো আপনাদের দৈনন্দিন জীবনে বিশেষভাবে প্রভাবিত করতে পারে । তাই এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকা জরুরী
আরও পড়ুন:- Icds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |