Old Age Pension Life Certificate: প্রতিবছর বার্ধক্য ভাতার জন্য লাগবে লাইফ সার্টিফিকেট? প্রবীণদের জন্য আসছে নতুন নিয়ম
দেশজুড়ে বার্ধক্যভাতার ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রবীণ নাগরিকদের সরকারি ভাতা পেতে হলে দিতে হবে ‘লাইফ সার্টিফিকেট’। অর্থাৎ, উপভোক্তা জীবিত রয়েছেন— এ তথ্য প্রমাণিত না হলে বন্ধ হতে পারে ভাতা প্রদান।
বর্তমানে জাতীয় স্তরের ‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (NSAP)-এর অধীনে ৬০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের নিজস্ব ‘জয় বাংলা’ প্রকল্প। এখানে ৬০ থেকে ৮০ বছর বয়সিদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয়।
Old Age Pension Life Certificate
আরও পড়ুন:- রান্নার গ্যাসের দাম বাড়ালো সরকার, কত টাকা বাড়লো জানুন
এর মধ্যে কেন্দ্র দেয় মাত্র ৩০০ টাকা, বাকি ৭০০ টাকার দায়িত্ব রাজ্যের। ৮০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে রাজ্য দেয় ভাতার অর্ধেকেরও বেশি অংশ।
তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে বার্ধক্যভাতাপ্রাপ্তদের সংখ্যা প্রায় ২০ লক্ষ ৫০ হাজার। রাজ্যের মোট উপভোক্তা সংখ্যা এক কোটির বেশি।
কেন্দ্রীয় সরকার চাইছে, এনএসএপি-র আওতায় থাকা সমস্ত প্রবীণ নাগরিক যেন প্রতিবছর নিজ নিজ জীবনপ্রমাণপত্র জমা দেন। এতে যেমন সরকারি খরচে স্বচ্ছতা আসবে, তেমনই বন্ধ হবে মৃতদের নামে অকারণে ভাতা প্রদান।
নতুন এই ব্যবস্থার জন্য কেন্দ্র একটি বিশেষ অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে, যাতে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব হয়।
দক্ষিণ ভারতের একটি রাজ্য এবং ঝাড়খণ্ডে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপ চালু করা হয়েছে। কেন্দ্রের একাধিক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে এবং শীঘ্রই তা দেশজুড়ে প্রয়োগ হতে পারে বলে খবর।
তবে সূত্রের খবর, যাঁরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থে ভাতা পান— যেমন জয় বাংলা প্রকল্পের আওতায় থাকা কিছু উপভোক্তা— তাঁদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না।
এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও রয়েছে। প্রশাসনিক স্তরে একাংশ মনে করছেন, প্রবীণ নাগরিকদের জন্য প্রতি বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য হতে পারে।
অনেকের পক্ষে ডিজিটাল পদ্ধতি বোঝা বা অ্যাপ ব্যবহার করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে সরকারি কর্মীদের সাহায্যে তাঁদের হয়ে সার্টিফিকেট আপলোড করার নির্দেশ দিতে হতে পারে রাজ্যকে।
অন্যদিকে, কেন্দ্র জানিয়েছে, অন্যান্য রাজ্যে ভুলবশত বা মৃত্যুর পরেও ভাতা চালু থাকার একাধিক নজির পাওয়া গিয়েছে। সেই জায়গা থেকে এই নতুন নিয়ম কার্যকর হলে অনৈতিক ভোগ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।
অতএব, প্রবীণদের জন্য লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তে যেমন একদিকে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে, অন্যদিকে প্রযুক্তিগত দিক থেকে প্রবীণদের সুবিধা-অসুবিধাও নজরে রাখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:- ওয়াকফ আইন কি? নতুন আইন পাস হল : Waqf Amendment Bill 2025
আরও পড়ুন:- আর লাগবে না আধার কার্ড, নতুন অ্যাপ চালু সরকারের
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |