Pm Internship Scheme 2024: বর্তমানে চাকরীর অবস্থা খুবই খারাপ। সরকারি চাকরির আশা অনেকটাই কমে যাচ্ছে । বেসরকারী সেক্টরে যেখানে কিছুটা নিয়োগ চলছিল এখন সেখানেও নিয়োগের সংখ্যা অনেকটা কমছে।
বর্তমানে চাকরির জন্য হন্যে হয়ে বসে রয়েছে যুবক-যুবতীরা। তবে এবার কর্মসংস্থানের সুব্যবস্থা করতে এগিয়ে এল কেন্দ্রীয় সরকার, চালু হল পিএম ইন্টার্নশিপ প্রকল্প (Pm Internship Scheme 2024) ।
এবছর বাজেট ঘোষণার সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেন ‘PM Internship Scheme’ এর। এ প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যেই ১ কোটি ছেলেমেয়েদের দেশের বিভিন্ন নামিদামি সংস্থায় প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন কাজের ফিল্ডে অভিজ্ঞতা বাড়বে তেমনি চাকরিও পাবে যুবক যুবতীরা।
কত টাকা দিবে?
১) এই ইন্টার্নশিপ স্কিমে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
২) এককালীন ৬০০০ টাকাও দেওয়া হবে।
৩) ১ কোটি কর্মসংস্থানের জন্য ৫০০টি কোম্পানির সাথে কথা বলা হবে। এরফলে ১২ মাসের জন্য চাকরি পাবে অজস্র ছেলেমেয়েদের ।
আরও পড়ুন:- মাএ ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সরকার, আবেদন করুন | Driving Licence West Bengal
এই প্রকল্পে আবেদনের করার যোগ্যতা:-
১) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) এই প্রকল্পে ২১ থেকে ২৪ বছরের বেকার ছেলেমেয়েরাই আবেদন করতে পারে।
৩) আবেদন করার সময় যুবক বা যুবতী কোনো পড়াশোনা করলে চলবে না। পড়াশোনা শেষ হলে তবেই আবেদন করতে হবে।
৪) যাদের মা-বাবা সরকারি চাকরি করেন তারা আবেদন করতে পারবে না।
৫) যে সমস্ত আবেদনকারীদের IIT,IIM এর ডিগ্রি রয়েছে তারা এই প্রশিক্ষণে আবেদন করতে পারবে না
কিভাবে আবেদন করবেন (Student Internship Scheme):-
এখনো এই প্রকল্পে আবেদন শুরু হয়নি, এই প্রকল্পের ঘোষণা ২০২৪ এ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করেছেন। খুব শিগগিরই এই প্রকল্পের আবেদন শুরু হবে। আবেদন শুরু হলেই আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দিবো
আরও পড়ুন:- আর জি ঘটনায় দোষির ফাঁসি হবে, মামলা গেলো সুপ্রিম কোর্টে | Rg Kar News
আরও পড়ুন:- নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা | Weather Update Today
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |