Sunday, December 15, 2024
Homeট্রেন্ডিংআর জি ঘটনায় দোষির ফাঁসি হবে, মামলা গেলো সুপ্রিম কোর্টে | Rg...

আর জি ঘটনায় দোষির ফাঁসি হবে, মামলা গেলো সুপ্রিম কোর্টে | Rg Kar News

Rg Kar News: আর জি কর হাসপাতালে (RG kar Hospital) তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এবার পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

কয়েকদিন আগে খাস কলকাতার আর জি কর (Rg Kar News) হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য তথা গোটা দেশ। বিচারের দাবিতে প্রতিবাদী হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

রাজ্যে তো বটেই গোটা দেশেই চিকিৎসকরা কর্ম বিরতির ডাক দিয়েছেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন। বিদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সুপ্রিম কোর্ট।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমেই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হবে ।

আরও পড়ুনঃ ৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment 2024

সূত্রের খবর, আর জি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য তাতে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর করা আবেদনের ফলে স্বতঃস্ফূর্তভাবে এই মামলা চালু হলো সুপ্রিম কোর্টে ।

সেই কারণেই তারা মামলাটি হাতে নিয়েছে। আগামী মঙ্গলবার চিকিৎসক খুনের পর রাজ্য এবং হাসপাতাল এবং CBI কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তদন্তের কতটা অগ্রগতি হয়েছে সেই নিয়েই সুপ্রিম কোর্টে শুনানি হবে। সেইসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট কাজের জায়গায় মহিলাদের নিরাপত্তার বিষয়ে জোর দিতে পারে বলেও খবর।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর গ্রাম থেকে শহরে শুরু হয়েছে বিক্ষোভ চিকিৎসকের টানা কর্মবিরতির ফলে ভোগান্তি বাড়ছে রোগীদের।

ইতিমধ্যেই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে আগেই গ্রেফতার করেছিল। এই সঞ্জয় রায়কে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এখন দেখার মঙ্গলবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট মামলাটি পর্যবেক্ষণের কী নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ ২৬২৯ শূন্যপদে SSC মাধ্যমে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হচ্ছে | OSSSC Job Recruitment 2024

আরও পড়ুনঃ ২৮৬২ টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু | Bsk Recruitment 2024

Most Popular