Pm Kisan 18 Instalment: পুজোর আগে নতুন সুখবর! দেশবাসীদের আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন প্রকল্প (Government Scheme) চালু করে দেশের সরকার।
বিশেষ করে কৃষকদের (Farmers) ক্ষেত্রে অনেক দুর্দান্ত প্রকল্প নিয়ে আসে সরকার। এরকমই কৃষকদের জন্য সরকার আবারও নিয়ে এলো আর্থিক সহায়তা।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি যোজনার (PM Kisan Yojana) আওতায় কৃষকরা খুব শীঘ্রই পাবেন ১৮ তম কিস্তির ২০০০ টাকা। চলুন জেনে নিই বিস্তারিত।
Pm Kisan 18 Instalment
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি যোজনা (Government Scheme for Farmers)
২০১৯ সালে চালু হওয়া এই যোজনা (PM Kisan Yojana) কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
প্রতি বছর কৃষকরা ৬০০০ টাকা করে তিনটি কিস্তিতে পান, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
প্রতিটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই ১৭ তম কিস্তির টাকা জুলাই মাসে বিতরণ করা হয়েছে, এবং এবার ১৮ তম কিস্তির টাকা আসতে চলেছে।
১৮ তম কিস্তির টাকা কবে আসবে?
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৫ই অক্টোবর থেকে পিএম কিষাণ সম্মান নীধি যোজনার (PM Kisan Yojana) ১৮ তম কিস্তির টাকা বিতরণ শুরু হবে।
প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে জমা হবে। তবে এই টাকা পেতে হলে অবশ্যই ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার পদ্ধতি
কৃষকরা তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন দুটি উপায়ে:
1. অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ: পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ই-কেওয়াইসি করা সম্ভব।
2. নিকটবর্তী CSC সেন্টার: নিকটস্থ CSC (Common Service Centre)-এ গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি সম্পন্ন করা যাবে।
এই প্রক্রিয়া সম্পন্ন করলে ১৮ তম কিস্তির ২০০০ টাকা সময়মতো কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
সরকারী প্রকল্পের (Government Scheme) সুবিধা
বাংলা সহ ভারতের অন্যান্য রাজ্যে বন্যার কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি যোজনা (PM Kisan Yojana) কৃষকদের জন্য বড় সহায়তা হতে চলেছে।
প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই স্কিমের মাধ্যমে লক্ষাধিক কৃষক আর্থিক সহায়তা পেয়েছেন, এবং সরকারের এই প্রকল্প (Government Scheme) কৃষকদের ভবিষ্যৎ আরও উন্নত করতে সাহায্য করছে।
সুতরাং, যারা এখনও ই-কেওয়াইসি করেননি, তারা দ্রুত এই কাজটি সম্পন্ন করে নিন এবং ১৮ তম কিস্তির টাকা পান।
আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
আরও পড়ুন: পুজোতে টাকার চিন্তা নয়! আবেদন করুন এই প্রকল্পে! Pm Mudra Loan
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |