Saturday, December 14, 2024
Homeটেক নিউজPolice Clearance Certificate Online Apply : pcc.wb.gov.in

Police Clearance Certificate Online Apply : pcc.wb.gov.in

Police Clearance Certificate: যেকোনো সরকারি চাকরি ক্ষেত্রে যোগদানের সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (Police Clearance Certificate) অর্থাৎ পিসিসি (PCC Certificate) প্রয়োজন হয় । রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার উভয় চাকরির ক্ষেত্রেই এই সার্টিফিকেটটির প্রয়োজন হয় ।

অনেক সময় বেসরকারি সংস্থায় চাকরির জন্যও এই পি সি সি সার্টিফিকেট (PCC Certificate) প্রয়োজন পড়ে। তাছাড়া পাসপোর্ট করাতে গেলেও প্রয়োজন হয় এই সার্টিফিকেটের। আবার কোন দেশের ভিসা পেতে গেলেও জমা দিতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট । এতদিন এই সার্টিফিকেট পাওয়ার জন্য লোকাল পুলিশ স্টেশনে গিয়ে আবেদন করতে হতো ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নানা সময় পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে এই সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে । তাই সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সার্টিফিকেট অফলাইনের বদলে অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হোক। অবশেষে সেই ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকার পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট (PCC Certificate) অনলাইনে দেওয়ার ব্যবস্থা করেছে। শুক্রবার রাজ্য পুলিশের পক্ষে সরকারিভাবে সাংবাদিক সম্মেলন করে সে কথা জানানো হয়


কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন (Police Clearance Certificate)?

১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করতে হবে pcc.wb.gov.in

২) তারপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে ।

৩) তাহলে আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে এবার ড্যাশবোর্ড এর ভিতরে New Application অপশনে ক্লিক করবেন

৪) তারপর আপনার আধার নাম্বার বসাবেন । আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি বসিয়ে সাবমিট করবেন


আরও পড়ুন :- krishak bandhu online apply , krishak bandhu online registration

৫) তারপর আপনার আধার থেকে অটোমেটিক ভাবে আপনার ছবি, নাম, ঠিকানা, জন্ম তারিখ চলে আসবে

৬) তারপর আবেদনকারীর বাবা অথবা মায়ের নাম লিখতে হবে এবং আবেদনকারীর ইমেইল আইডি নির্দিষ্ট ঘরে বসাতে হবে

৭) আপনি পশ্চিমবঙ্গে কত তারিখ থেকে বসবাস করছেন এবং কত দিন পর্যন্ত বসবাস করেছেন বসাতে হবে।

৮) তারপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসাতে হবে

৯) তারপর আপনার পুলিশ স্টেশন ঠিক কোন জেলার আন্ডারে, সেই জেলার নাম সিলেক্ট করতে হবে এবং আপনার পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করতে হবে

১০) তারপর আপনি কি কারণের জন্য এই সার্টিফিকেট টির আবেদন করছেন সেটি সিলেক্ট করতে হবে

১১) তারপর আপনার কোন দিক থেকে পুলিশ ভেরিফিকেশন করা হবে সিলেক্ট করতে হবে । ক্রাইম রেকর্ড / ট্রাফিক চাইলে আপনারা দুটো অপশন সিলেক্ট করতে পারেন

১২) তারপর সবার শেষে Save And Process বোটামে ক্লিক করবেন

১৩) পরবর্তী পেজে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে ৩০০ টাকা পেমেন্ট করতে হবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউপিআই, নেট ব্যাঙ্কিং যে কোন মাধ্যম থেকে ৩০০ টাকা পেমেন্ট করে দেবেন। তাহলে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হবে


আরও পড়ুন :- Icds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন


কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করবেন (Police Clearance Certificate)?


১) আপনাদেরকে প্রথমবারের মতো আবারও মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে

২) তারপর ড্যাশবোর্ডের ভেতরে Certificate Issued অপশন পাবেন সেইখানে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন

৩) তবে আবেদন করার পর আপনাদের সমস্ত তথ্য যাচাই করবে আপনাদের লোকাল পুলিশ স্টেশন, তারপর তিন থেকে চার দিনের মধ্যে আপনারা অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।


পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আবেদন করার লিংক:- CLICK HERE


আরও পড়ুন :- গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাশেই চাকরি

Most Popular