Friday, March 14, 2025
Homeকৃষক সংক্রান্তচাষীদের জন্য সুখবর, সরকার টাকা দিবে

চাষীদের জন্য সুখবর, সরকার টাকা দিবে

Potato MSP In West Bengal: ডিভিসির জল ছাড়া ও অকাল বর্ষণের ফলে আলু চাষিদের (Potato farming) মাথায় হাত পড়েছিলো।

কারণ অসংখ্য কৃষকদের চাষযোগ্য জমি এই দুটি কারণে ক্ষতিগ্রস্ত হয়। সারা বছর পরিশ্রম করে চাষ করার পর ফসল ওঠার মুখে ডিভিসির জল ছাড়া ও অকাল বর্ষণের ফলে রীতিমতো চিন্তায় পড়ে যান তারা, বিস্তীর্ণ অঞ্চলের চাষ ক্ষতিগ্রস্থ হয়,

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে জল জমা মাঠে নেমেই চাষীদের আলু তোলার চেষ্টা করতে হচ্ছে। তবে রাজ্যের মাননীয়া প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে এবার আলু চাষীদের মুখে হাসি ফুটলো।

Potato MSP In West Bengal

একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানালেন ফসলের সহায়ক মূল্য বাড়িয়ে ন্যূনতম ৯০০ টাকা করা হয়েছে। যা শুনে রীতিমতো খুশি আলু চাষের (Potato farming) সঙ্গে যুক্ত মানুষজন।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দিয়েছে ডিভিসি। মাননীয় মুখ্যমন্ত্রী আরও ঘোষনা করেন যে রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার একটি বিমা ফান্ড তৈরি করেছেন।

আরও পড়ুন:- আধার কার্ডের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন

যে কারণে সহায়ক মূল্য বৃদ্ধি করে ৯০০ টাকা করা হয়েছে , যাতে কৃষকরা একটু হলেও সুবিধা পাবেন বলে মনে করেন মাননীয়া।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির জল ছাড়ার ফলে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলমগ্ন হয়ে যায় , বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়, তার সঙ্গে অকাল বর্ষণের ফলে আলু চাষের (Potato farming) ব্যাপক ক্ষতি হয়।

চাষীরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তখন মাননীয়া মুখ্যমন্ত্রী এক আশার আলো দেখালেন সহায়ক মূল্য বৃদ্ধি করে। এক‌ই সঙ্গে ক্ষতিগ্রস্থ আলু তিনি চাষীদের থেকে কিনে নেবেন বলে‌ও জানান। এতে একটু হলেও হাসি ফুটেছে চাষীদের মুখে।

অন্য দিকে ডিভিসির এই কাজ যে রাজ্যকে না জানিয়ে হয়েছে সেই তোপ‌ দাগলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম চালু, না মানলে টাকা বন্ধ। Lakhir Bhandar New Rules

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular