Monday, July 8, 2024
Homeট্রেন্ডিংRation Card Correction Online: মাত্র এক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করুন

Ration Card Correction Online: মাত্র এক সেকেন্ডে রেশন কার্ড সংশোধন করুন

Ration Card Correction Online: রেশন কার্ড সংশোধন খুব সহজেই মাত্র এক মিনিটেই করে নিতে পারবেন । আগে রেশন কার্ড সংশোধনের আবেদন করার পর ১৫ থেকে ৩০ দিন সময় লাগতো রেশন কার্ড সংশোধন হতে ।

বর্তমানে আপনারা রেশন কার্ড সংশোধনের আবেদন করার মাত্র ১ থেকে ২ সেকেন্ডের মধ্যেই আপনাদের রেশন কার্ড সংশোধন করে নিতে পারবেন। কিভাবে রেশন কার্ড সংশোধন করবেন নতুন পদ্ধতিতে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি:-

১) সবার প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আবেদনের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে

২) তারপর আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন।

আরও পড়ুন:- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

৩) তারপর আপনি কি কারেকশন করতে চাইছেন নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম সেটি আপনি সিলেক্ট করুন ।

৪) তারপর আপনার আঁধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট করুন।

৫) তাহলে আপনার আধার কার্ডের সম্পূর্ণ তথ্য নাম, ঠিকানা, জন্ম তারিখ, দেখিয়ে দেবে সমস্ত কিছু মিলিয়ে নেবেন । দিয়ে সাবমিট করবেন।

৬) তারপর ঠিকানা পরিবর্তন করতে চাইলে ঠিকানার দেওয়ার অপশন আসবে। যেটি আপনি করতে চাইছেন সেই তথ্যগুলি আপনি দেবেন তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন।

৭) সাাবমিট করলেই আপনার আঁধারে যে তথ্য দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনার রেশন কার্ডের তথ্য পরিবর্তন হয়ে যাবে এবং সাথে সাথেই আপনার রেশন কার্ড সংশোধন বা আপডেট হয়ে যাবে ।

আরও পড়ুন:- Samudra Sathi Prakalpa Apply Online : মাসে ৫ হাজার টাকা দেবে, ফর্ম জমা নেওয়া শুরু হলো

এবার আপনার রেশন কার্ড সংশোধন হয়েছে কিনা কিভাবে বুঝবেন:-

১) আবারো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন

২) তারপর ই রেশন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন।

৩) আপনার রেশন কার্ডের নাম্বার বসাবেন , তারপর আপনার রেশন কার্ডে যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার নাম্বারে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি বসে সাবমিট করবেন ।

৪) তাহলে আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং সেই ডাউনলোড করা রেশন কার্ডে দেখবেন আপনার রেশন কার্ড সংশোধন হয়ে গেছে

আরও পড়ুন:- খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন

আরও পড়ুন:- New Ration list: রমজান উপলক্ষে অতিরিক্ত রেশনে দিবে খাদ্য দপ্তর, লিস্ট দেখুন

রেশন কার্ড সংশোধন করার আবেদনের লিঙ্ক:- CLICK HERE

রেশন কার্ড ডাউনলোড করার আবেদনের লিংক:- CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular