Saturday, December 14, 2024
Homeটেক নিউজRation Card Download : নতুন রেশন কার্ড চালু, কিভাবে ডাউনলোড করবেন দেখুন

Ration Card Download : নতুন রেশন কার্ড চালু, কিভাবে ডাউনলোড করবেন দেখুন

পশ্চিমবঙ্গে রেশন কার্ডের (Ration Card) নতুন আপডেট আসলো, আপনাদের বাড়িতে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডের তুলনায় নতুন মডেলের রেশন কার্ডে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

তাই রেশন কার্ড গ্রাহকরা চাইলে নতুন মডেলের রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড (Ration Card Download) করে যে কোন কাজে ব্যবহার করতে পারেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

যদি আপনাদের রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে, ছিড়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে গিয়ে থাকে, এছাড়াও যারা নতুন রেশন কার্ড আবেদন করেছেন কিন্তু বাড়িতে এখনো ফিজিক্যাল কার্ড আসেনি আপনারা সহজেই চাইলে অনলাইন থেকে নতুন মডেলের রেশন কার্ড ডাউনলোড করতে পারেন । এছাড়াও যাদের বাড়িতে রেশন কার্ড রয়েছে তারাও চাইলে অনলাইন থেকে নতুন মডেলের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ।

নতুন মডেলের রেশন কার্ডের কি কি পরিবর্তন করা হয়েছে?

বর্তমানে নতুন মডেলের যে রেশন কার্ডগুলি দেওয়া হচ্ছে সেই রেশন কার্ডে দুটি পরিবর্তন করা হয়েছে

১) আগের রেশন কার্ডগুলো তে হেড অফ দা ফ্যামিলির (Head Of The Family) নাম উল্লেখ থাকতো কিন্তু বর্তমানে নতুন মডেলের রেশন কার্ডে আর হেড অফ দা ফ্যামিলি নাম উল্লেখ থাকছে না।

২) এছাড়াও আগের মডেলের রেশন কার্ডে জন্মতারিখ (Date Of Birth) থাকতো না কিন্তু নতুন মডেলের রেশন কার্ডে জন্মতারিখ রয়েছে

আরও পড়ুন :- New Ration List 2024: নতুন বছরে কোন কার্ডে কত রেশন দিবে লিস্ট দেখুন

কিভাবে নতুন রেশন কার্ড ডাউনলোড করবেন (Ration Card Download) –

১) প্রথমে google এ সার্চ করবেন food.wb.gov.in

২) ওয়েবসাইটের ভিতরে রেশন কার্ড (Ration Card) অপশন এ ক্লিক করবেন

৩) তারপর Download your e Ration Card অপশনে ক্লিক করবেন

৪) তারপর Click to download e Ration Card অপশনটিতে ক্লিক করবেন

৫) আপনার রেশন কার্ডের নাম্বার ও ক্যাপচা কোড দিয়ে সার্চ করবেন তাহলে আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ডের তথ্য দেখিয়ে দেবে

৬) আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অথবা আঁধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি বসিয়ে আপনি যেই ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড ডাউনলোড (Ration Card Download) করতে চাইছেন সেই অপশনে ক্লিক করে অতি সহজেই নতুন মডেলের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন

পুরোনো রেশন কার্ড তাহলে বাতিল?

নতুন মডেলের রেশন কার্ড চালু হলেও সেটি শুধু মাত্র অনলাইনেই চালু হয়েছে, আপনাদের বাড়িতে যে রেশন কার্ড গুলো রয়েছে সেই গুলোও বৈধ্য, বাড়িতে থাকা কার্ড বাতিল হচ্ছে না

New Ration Card

☑️ রেশন কার্ড ডাউনলোড করার লিংক – Click Here

☑️ নতুন রেশন কার্ড ডাউনলোড করতে এইখানে হাত দিন 👉https://wbpds.wb.gov.in/(S(1jpx3iijbxypbfclocwytoek))/E_Card_Download.aspx

আরও পড়ুন :- New Ration List 2024: নতুন বছরে কোন কার্ডে কত রেশন দিবে লিস্ট দেখুন

Most Popular