Rose Valley Refund: রোজভ্যালি কেলেঙ্কারিতে বড় খবর! ৪৫০ কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা
রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত লক্ষাধিক আমানতকারীর জন্য বড় খবর এসেছে।
ওড়িশার বিশেষ পিএমএলএ (PMLA) আদালত নির্দেশ দিয়েছে, রোজভ্যালির বাজেয়াপ্ত ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (সুদ-সহ ৪৫০ কোটি টাকা) অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)-র অ্যাকাউন্টে জমা দিতে হবে।
এরপর, আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষুদ্র আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরত দেওয়া হবে।
Rose Valley Refund
প্রতারিতদের সংখ্যা ও ক্ষতির পরিমাণ
প্রতারিত আমানতকারী: প্রায় ৬০ লক্ষ
প্রতারিত অর্থ: প্রায় ৩,৫০০ কোটি টাকা
বাজেয়াপ্ত সম্পত্তি: সংস্থার ২২টি হোটেল ও অন্যান্য সম্পদ
আরও পড়ুন:- অসংখ্য রেশন কার্ড বাতিল করবে সরকার, আপনার হবে কিনা জানুন
টাকা ফেরতের বর্তমান অবস্থা (Rose Valley Taka Return)
২২ কোটি টাকা ইতিমধ্যে ৩২,৩১৯ জন আমানতকারীকে ফেরত দেওয়া হয়েছে।
যাঁদের আমানতের পরিমাণ ২০০-১০,০০০ টাকার মধ্যে, তাঁরা অগ্রাধিকার পাবেন।
আবেদন গ্রহণের জন্য চালু হয়েছে সরকারি ওয়েবসাইট www.rosevalleyadc.com, যেখানে ৩১ লক্ষ আবেদন জমা পড়েছে।
রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তি ও আদালতের নির্দেশ
সম্পত্তি বিক্রি করে ২,১০০ কোটি টাকা আদায় হয়েছে, যার মধ্যে ৮০০ কোটি টাকা ইডির হেফাজতে।
কলকাতা হাইকোর্ট ইডিকে ২২টি হোটেলের বর্তমান অবস্থা ও বিক্রির পরিকল্পনা সম্পর্কে রিপোর্ট দিতে বলেছে।
কিভাবে টাকা ফেরত পাবেন?
1. www.rosevalleyadc.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
2. প্রয়োজনীয় নথিপত্র (পরিচয়পত্র, পাসবই, রসিদ) আপলোড করতে হবে।
3. যাচাই শেষে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে।
রোজভ্যালি কেলেঙ্কারিতে প্রতারিতদের জন্য আদালতের এই নির্দেশ একটি আশার আলো। ধাপে ধাপে সকলের অর্থ ফেরত দেওয়া হবে, তবে প্রক্রিয়াটি ধৈর্য ধরে অনুসরণ করতে হবে।
প্রতারিতরা যেন কোনো ভুয়া সংস্থার ফাঁদে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
Rose Valley Refund Online Apply: Click Here
আরও পড়ুন:- কৃষক, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ালো কেন্দ্র সরকার
আরও পড়ুন:- ভাতার টাকা বাড়ালো মুখ্যমন্ত্রী মমতা, ভোটের আগেই সুখবর
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |