Friday, November 22, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিRPF Constable Recruitment 2024: মাধ্যমিক পাসে রেল পুলিশের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

RPF Constable Recruitment 2024: মাধ্যমিক পাসে রেল পুলিশের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

RPF Constable Recruitment 2024: বর্তমানে অসংখ্য শূন্য পদে কনস্টেবল ( Constable) এবং সাব-ইন্সপেক্টর ( Sub Inspector) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
পশ্চিমবঙ্গের বেশ কিছু ডিভিশনে নিয়োগ হবে, এই বিজ্ঞপ্তি মাধ্যমে যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে । আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন ।

RPF Constable Recruitment 2024

এমপ্লয়মেন্ট নাম্বার:– 2023/Sec(E)/RC-3/26

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শিক্ষাগত যোগ্যতা:-

RPF Constable Recruitment 2024 কনস্টেবল পদের জন্য নূন্যতম মাধ্যমিক পাস যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, সাব-ইন্সপেক্টর পদের জন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন।

RPF Constable Recruitment 2024 বয়স সীমা:-
কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

শারীরিক যোগ্যতা কি থাকতে হবে :-

জেনারেল ও ওবিসি প্রার্থীদের পুরুষদের উচ্চতা ১৬৫ সেমি , মহিলা প্রার্থীদের জন্য ১৫৭ সেমি হতে হবে ।‌ এসসি , এসটি প্রার্থীদের উচ্চতা পুরুষদের জন্য ১৬০ সেমি ও মহিলা প্রার্থীদের জন্য ১৫২ সেমি হতে হবে। এছাড়াও বিশেষ ক্যাটাগরির শ্রেণীর প্রার্থীদের পুরুষদের উচ্চতা ১৬৩ সেমি মহিলা প্রার্থীদের জন্য ১৫৫ সেমি হতে হবে

READ MORE: Psc Food Si Exam Date : Food Si Exam Date 2024

শূন্য পদ:-

কনস্টেবলের জন্য ২০০০টি শূন্য পদ, সাব-ইন্সপেক্টর পদের জন্য ২৫০ টি শূন্যপদ বেরিয়েছে ।

নিয়োগ পদ্ধতি:-

RPF Constable Recruitment 2024 প্রার্থীদের চাকরি পাওয়ার জন্য প্রথমে অনলাইনে কম্পিউটার বেস পরীক্ষায় বসতে হবে, সফল হলে শারীরিক যোগ্যতার পরীক্ষা হবে( PET এবং PMT) তারপর সফল হলে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, ডাক্তারি পরীক্ষা হবে তারপর সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে

‌পরীক্ষা সিলেবাস কি থাকবে:-

General Awareness , Arithmetic, General Intelligence, Reasoning এই সকল বিষয় থেকে মোট ১২০ নাম্বারের প্রশ্ন হবে , পরীক্ষার জন্য সময় পাবেন ৯০ মিনিট।

আবেদন ফি কত টাকা দিতে হবে :-
পরীক্ষার ফি হিসাবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ২৫০ টাকা দিতে হবে , অসংরক্ষিত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ৫০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি:-

প্রথমে পরীক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে নিচের দেওয়া ওয়েবসাইটে গিয়ে https://nitplrrc.com/RRC_JBP_ACT2023/

প্রথমে সমস্ত তথ্য দিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে হবে , তারপর নির্দিষ্ট ফর্মে আপনাদের সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস অনলাইনে আপলোড করে নির্দিষ্ট পরীক্ষার ফি জমা করে অনলাইন আবেদন করতে পারবেন।

RPF Constable Recruitment 2024

Official Website:- https://nitplrrc.com/RRC_JBP_ACT2023/
Official Notification:-

READ MORE: Awas Yojana List 2022-23 | Awas Yojana List 2022 West Bengal |Awas Yojana List

Most Popular