Monday, July 8, 2024
Homeপ্রকল্পSamudra Sathi Prakalpa Apply Online : মাসে ৫ হাজার টাকা দেবে, ফর্ম...

Samudra Sathi Prakalpa Apply Online : মাসে ৫ হাজার টাকা দেবে, ফর্ম জমা নেওয়া শুরু হলো

Samudra Sathi Prakalpa Apply Online: পশ্চিমবঙ্গ সরকার ২০২৪-এ ‘সমুদ্র সাথী ২০২৪’ নামক একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে । যেটি ১লা এপ্রিল ২০২৪ থেকে কার্যকরী হবে। এই প্রকল্প অনুযায়ী সমস্ত সামুদ্রিক মৎস্যজীবীদের যাঁরা ১৫ই এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না, জীবন ধারণের সাহায্যের জন্য মাথাপিছু মাসে ৫০০০ টাকা করে দুই মাসের সাহায্য প্রদান করা হবে।

Samudra Sathi Prakalpa আবেদন গ্রহণ এবং জমাঃ-

১) এই প্রকল্পের একসাথে দুই মাসের সুবিধা পাওয়ার জন্য নিদর্শ-১ পূরণ করে দরখাস্ত করতে হবে।

২) মৎস্য দপ্তর-এর বৈদ্যুতিন জালক প্রবেশদ্বারের (ওয়েবসাইটের পোর্টালের) মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি এবং আলোকচিত্র ঐ পোর্টালে দরখাস্ত পত্রের সঙ্গে আপলোড করে দিতে হবে।

৩) সংশ্লিষ্ট ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিকগণ আবেদনকারীদের দরখাস্ত গ্রহণ করবেন। অনলাইন পোর্টালে দরখাস্ত জমার রসিদ তৈরী হবে এবং দরখাস্তকারী তা ডাউনলোড করে নিতে পারবেন।

৪) যদি কোন আবেদনকারী তার দরখাস্ত অফ-লাইনে জমা দিতে চান, সেক্ষেত্রে, পরবর্তী ক্রিয়াকলাপের জন্য সংশ্লিষ্ট আধিকারিক দরখাস্তটি অনলাইনে প্রেরণ করবেন এবং আবেদনকারীকে রসিদ প্রদান করবেন।

৫) এই প্রকল্পের অধীনে জমা পড়া দরখাস্ত সরেজমিনে তদন্ত করা হবে, আর্থিক দাবি ন্যায়সঙ্গত কিনা তা নিশ্চিত করার জন্য। দরখাস্ত জমা নেওয়ার পর দশটি কর্মদিবসের মধ্যেই এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন:- Samudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন শুরু

৬) সহ অধিকর্তা মৎস্য (সমুদ্র) তদন্তকারী আধিকারিকের জবাবে সন্তুষ্ট হবার পর সংশ্লিষ্ট মহকুমা শাসকদের কাছে তা অনলাইন-এ সুপারিশ করবেন। সংশ্লিষ্ট মহকুমা শাসকগণ আবেদনটি অনুমোদন করবেন।

৭) সংশ্লিষ্ট মহকুমা শাসকের অনুমোদন পাওয়ার পর সহ অধিকর্তা মৎস্য (সমুদ্র), ডায়মন্ড হারবার/কাঁথি তিরিশটি কর্মদিবসের মধ্যে তাঁর সংশ্লিষ্ট জেলার (অর্থাৎ সহ অধিকর্তা মৎস্য (সমুদ্র), ডায়মন্ড হারবার উত্তর/দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-এর এবং সহ অধিকর্তা মৎস্য (সমুদ্র), কাঁথি, পূর্ব মেদিনীপুর -এর] জন্য আবেদনপত্রটি মঞ্জুর করবেন এবং আদেশনামা নং দেবেন।

৮) অনুমোদিত দরখাস্তকারীদের নামের তালিকা নামের তালিকা দপ্তর কার্যালয়ের জালক দর্শনে (ওয়েবসাইট) প্রদর্শিত হবে।

৯) প্রতি বছরের ১৫ই ফেব্রুয়ারী থেকে ১৪ই এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা করতে হবে।

১০) নবীকরণের জন্য কোন সরেজমিন তদন্তের প্রয়োজন নেই। নিদর্শ-২ অনুযায়ী নবীকরণ দরখাস্ত জমা দিতে হবে। সংশ্লিষ্ট মৎস্য সম্প্রসারণ আধিকারিক যদি প্রয়োজন মনে করেন তবে নিজের মত করে কিছু অনুসন্ধান করতে পারেন (অন্তত ৫ শতাংশ)।

আরও পড়ুন:- Pm Kisan প্রকল্পে সব সমস্যার সমাধান করুন অনলাইনে। নতুন পদ্ধতি চালু হলো

Samudra Sathi Prakalpa Apply Online আবেদনের জন্য কি কি কাগজ লাগবে:-

সমুদ্র সাথী প্রকল্পে অফলাইনে যারা আবেদন করবেন তাদেরকে ফর্মের সাথে

১) ভোটার কার্ডের জেরক্স

২) আধার কার্ডের জেরক্স

৩) ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স

৪) মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে।

সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা:-

১) আবেদন করার সময় মৎস্যজীবীর বয়স ২১ বৎসরের উর্ধ্বে হতে হবে।

২) একটি পরিবার থেকে অনধিক একজন (দরখাস্তকারী, অভিভাবক, স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান-সন্ততিদের মধ্যে থেকে কোন একজন) এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে।

৩) আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) আবেদনকারী মৎস্যজীবীর অবশ্যই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে উল্লেখ থাকতে হবে মৎস্যজীবীটির পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী অর্থাৎ কেবলমাত্র সামুদ্রিক মৎস্য জীবিরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে।

Samudra Sathi Prakalpa ফর্ম ডাউনলোড লিংক ( Form Download Link) –

Download HERE ( এখানে হাত দিয়ে ডাউনলোড করুন)

আরও পড়ুন:- Pm Surya Ghar Muft Bijli Yojana: বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী, অনলাইনে আবেদন করুন

আরও পড়ুন:- Pm kisan Status Check 2024 : কৃষকদের টাকা দেবার তারিখ ঘোষণা হয়ে গেলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular