Saturday, December 14, 2024
Homeটেক নিউজ১ অক্টোবর থেকে ভয়ংকর নিয়ম চালু হল, না জানলে বিপদে পড়বেন

১ অক্টোবর থেকে ভয়ংকর নিয়ম চালু হল, না জানলে বিপদে পড়বেন

Sim Card New Rules 2024: গত পয়লা অক্টোবর থেকে বেশ কিছু নিয়মে বদল এসেছে। ফোনে টেলি মার্কেটিং এবং প্রমোশনাল কল আর আসবেনা।

নিয়মে বলা হয়েছে যে টেলিকম কোম্পানিগুলির সাথে যুক্ত নয় এমন টেলি মার্কেটিং এবং প্রমোশনাল কল কোনো ব্যক্তির ফোনে আসবেনা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তবে ব্যাংক এবং পেমেন্ট প্লাটফর্মগুলি যদি এই নিয়মের মধ্যে নিজেদের না রাখে তাহলে ব্যক্তিরা ওটিপি মেসেজ পাবেন না। আর এর ফলে ব্যক্তিরা ইউপিআই পেমেন্ট করতে সমস্যায় পড়বেন।

১লা অক্টোবর থেকে সিম কার্ডের নিয়মে বদল (Sim Card New Rules 2024) 

ভারত সরকার টেলিকম কোম্পানিগুলি জন্য এক নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে টেলিকম কোম্পানিগুলোকে জানাতে হবে যে তাদের কোন কোন এলাকায় পরিষেবা রয়েছে।

তাদের ওয়েবসাইটে উল্লেখিত থাকবে যে ওই কোম্পানির কোন কোন এলাকাতে ২জি ৩জি ৪জি ৫জি পরিষেবা চালু রয়েছে। জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সমস্ত কোম্পানিগুলিকে এই নিয়ম মেনে চলতে হবে।

আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করার নিয়মের পরিবর্তন

কেন্দ্র সরকার বহুদিন থেকেই আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করার নির্দেশ জারি করেছিল। এই কাজটি করার শেষ দিন ছিল ৩০শে সেপ্টেম্বর ২০২৪।

যাদের এখনো এই কাজটি সম্পন্ন হয়নি তাদের পয়লা অক্টোবর থেকে রেশন কার্ডের তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে যাবে। এর ফলে গ্রাহকরা বিনামূল্যে রেশন পাবে না।

ইতিমধ্যেই  সরকার নির্দেশ দিয়েছে আধার কার্ডের সাথে প্যান কার্ড ভোটার কার্ড প্রভৃতি যাবতীয় গুরুত্বপূর্ণ নথি লিংক করার।

আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

জিমেইলের নতুন পাসওয়ার্ডের নিয়ম

গুগল কোম্পানি তাদের জিমেলের পাসওয়ার্ড এর ক্ষেত্রে নতুন নিয়মের পরিবর্তন এনেছে। পয়লা অক্টোবর থেকে যেকোনো থার্ড পার্টি অ্যাপ এর সাথে জিমেইলের অ্যাকাউন্ট শেয়ার করা বন্ধ করেছে google।

দুর্বল সিকিউরিটি অ্যাপ এবং ওয়েবসাইটগুলির জন্য এই নিয়ম কার্যকর হওয়ার ফলে বেশ কিছু মানুষ হঠাৎ করেই লগ আউট হয়ে যেতে পারেন।

ফেক কল এবং মেসেজের নিয়মের কড়াকড়ি

দূরসংযোগ বিভাগ এবং টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ফেক কল এবং মেসেজের নিয়মে কড়াকড়ি এনেছে। পয়লা অক্টোবর থেকে যেসব নম্বর কল বা মেসেজ এর জন্য নিবন্ধিত নয় সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন:- পুরুষদের জন্য খুশির খবর! প্রতি মাসে ১০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে!

আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

Most Popular