Wednesday, June 18, 2025
Homeটেক নিউজরিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড ! গ্রাহকদের জন্য সুখবর

রিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড ! গ্রাহকদের জন্য সুখবর

Sim Card New Rules 2025: রিচার্জ না করলেও সিম চালু! গ্রাহকদের জন্য নতুন নিয়ম ট্রাই-এর

ফোন রিচার্জ করতে ভুলে যান? চিন্তার কোনো কারণ নেই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করলেও কিছুদিন পর্যন্ত সিম চালু থাকবে। এর ফলে রিচার্জ করতে দেরি হলে সিম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে।

Sim Card New Rules 2025

জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএল-এর জন্য আলাদা সময়সীমা

ট্রাই-এর এই নির্দেশ মেনে চলতে হবে সমস্ত টেলিকম অপারেটরকে। জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (ভি), এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ছাড়াই সিম সক্রিয় থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

জিও (Jio)

রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে ৯০ দিন।

৯০ দিনের মধ্যে রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে এবং নম্বরটি অন্য গ্রাহকের কাছে বরাদ্দ করা হবে।

আরও পড়ুন:- ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল

এয়ারটেল (Airtel)

এয়ারটেল সিম চালু থাকবে ৬০ দিন।

৬০ দিনের মধ্যে রিচার্জ না করলে নম্বরটি পুনরায় ব্যবহারের জন্য বরাদ্দ করা হবে।

ভোডাফোন-আইডিয়া (Vi)

ভি ব্যবহারকারীদের সিম ৯০ দিন পর্যন্ত চালু থাকবে।

৯০ দিনের মধ্যে রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে।

বিএসএনএল (BSNL)

বিএসএনএল ব্যবহারকারীরা পাবেন ১৮০ দিন পর্যন্ত সময়।

১৮০ দিনের মধ্যে রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যাবে এবং নম্বরটি অন্য গ্রাহকের কাছে দেওয়া হবে।

ফেক কল সমস্যার সমাধান

ফেক কলের সমস্যায় ভুগছেন? ট্রাই এবার সেই সমস্যা সমাধানের উদ্যোগও নিয়েছে। অজানা বা সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে গ্রাহকরা আগেভাগেই সতর্কবার্তা পাবেন।

কোনও অজানা নম্বর থেকে কল এলে সেটি চিহ্নিত করা হবে।

ফোন রিসিভ করার আগে সতর্ক সংকেত পাওয়া যাবে, যা গ্রাহকদের প্রতারণামূলক কল এড়াতে সাহায্য করবে।

গ্রাহকদের জন্য সুবিধাজনক এবং নিরাপদ

ট্রাই-এর নতুন নিয়ম এবং ফেক কল নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রাহকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। রিচার্জ না করেও নির্দিষ্ট সময় পর্যন্ত সিম চালু থাকার এই সুবিধা ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তি।

Official Website : Click Here

আরও পড়ুন:- মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024

আরও পড়ুন:- বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply

Most Popular