Sim Card News Today: এখন চলছে অক্টোবর মাস। এই অক্টোবর মাস মানে পূজোর মাস। তবে এই পূজোর মাসেই বেশ কিছু নিয়মে বদল এনেছে কেন্দ্র সরকার।
এই নিয়মগুলি কার্যকর হয়েছে ১লা অক্টোবর ২০২৪ থেকে। এই নিয়ম পরিবর্তন হচ্ছে ইউপিআই পেমেন্ট, সিম কার্ড , রেশন কার্ড এবং জিমেইল ইউজারদের জন্য।
1) ইউ পি আই পেমেন্টের সমস্যা (Sim Card News Today)
১লা অক্টোবর থেকে কেন্দ্র সরকার এমনই নিয়ম চালু করেছে যেখানে টেলি মার্কেটিং কোম্পানিগুলির সাথে যুক্ত নয় এমন ফেক কল বা ম্যাসেজ গ্রাহকদের ফোনে আসবে না।
ব্যাংক এবং পেমেন্ট প্ল্যাটফর্মগুলি যদি নিজেদের এই তালিকায় না রাখেন তবে ইউজাররা ওটিপি পাবেন না।
2) সিম কার্ডের নিয়মের পরিবর্তন (Sim Card News Today)
১লা অক্টোবর থেকে কেন্দ্র সরকার টেলিকম কোম্পানিগুলির জন্য স্পষ্ট ভাবে বিবৃতি দিয়েছে যে তারা যেন নিজেদের ওয়েবসাইটে কোন কোন জায়গায় তাদের টুজি থ্রিজি 4g এবং 5g পরিষেবা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়।
এই নিয়মটি airtel, vodafone, bsnl, idea সমস্ত কোম্পানিগুলির জন্য প্রযোজ্য।
আরও পড়ুন:- সুখবর: মুখ্যমন্ত্রী মমতা ১৮০০০ টাকা দিচ্ছে | অনলাইন আবেদন করুন
3) আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করার নিয়মের পরিবর্তন
কেন্দ্র সরকার বেশ কিছুদিন আগে থেকেই আধার কার্ডের (Aadhaar Card) সাথে রেশন কার্ডের (Ration Card) লিংক করার নির্দেশ দিয়েছিল ভারতবাসীদের। আর এই লিংক করার সময়সীমা বেঁধে দিয়েছিল ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর।
যদি এখনো কোনো ব্যক্তির আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক না হয়ে থাকে তবে তিনি বিনামূল্যে রেশন আর পাবেন না। এর পাশাপাশি কেন্দ্র সরকার আধার কার্ডের সাথে ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলির লিংক করার পরামর্শ দিয়েছে।
4) জিমেইলের নতুন পাসওয়ার্ডের নিয়মাবলির পরিবর্তন
১লা অক্টোবর থেকে গুগল (Google) তাদের সিকিউরিটি রুলস এর কিছু পরিবর্তন এনেছে। থার্ডপাটি অ্যাপগুলির সাথে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে।
যে অ্যাপগুলির দুর্বল সিকিউরিটি সেই অ্যাপগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। তাই বহু গ্রাহকরা অনেক অ্যাপ থেকে অনায়াসেই লগ আউট হয়ে যেতে পারেন।
5) ফেক কল এবং ম্যাসেজের নিয়মের পরিবর্তন
টেলিকম নিয়ন্ত্রক এবং দূর সংযোগ বিভাগ ফেক কল এবং ফেক মেসেজের বিষয়ে এবার নতুন নিয়ম চালু করেছে যে নম্বরগুলি ফেক কল এবং ফেক মেসেজ এর জন্য দায়ী সেই নম্বর গুলিকে 1 লা অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:- এই ৪ টি সরকারি কার্ড সবাইকে করতে হবে, নাহলে বিপদে পড়বেন
আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe