SSC Gd Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় সেনার ৮ টি বিভাগে GD Constable চাকরির সুযোগ।
দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। স্টাফ সিলেকশন কমিশনের (SSC) বার্ষিক এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
এখানে ভারতীয় সেনার BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB এই আটটি বিভাগে কনস্টেবল নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (SSC GD Constable Recruitment 2025) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পোস্টের নামঃ SSC GD Constable। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ এখানে ৩৯,৪৮১ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।
যেখানে পুরুষ প্রার্থীদের ৩৫,৬১২ জনকে নেওয়া হবে।
- UR- ১৫,০৯৪ জন
- EWS- ৩৪৯৬ জন
- SC- ৫২৫৪ জন
- ST- ৪০২১ জন
- OBC- ৭৭৪৭ জন
মহিলা প্রার্থীদের ৩৮৬৯ জনকে নেওয়া হবে।
- UR- ১৬৮৮ জন
- EWS- ৩৫৫ জন
- SC- ৫৬৪ জন
- ST- ৪৩৩ জন
- OBC- ৮২৯ জন
বয়সসীমাঃ ০২/০১/২০০২ থেকে ০১/০১/২০০৭ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। এছাড়া অন্যান্য শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
- তপশিলি শ্রেণির ৫ বছর
- OBC শ্রেণির ৩ বছর
যোগ্যতাঃ এই পদে (SSC GD Constable Recruitment 2025) মাধ্যমিক বা দশম শ্রেণি পাস সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
আরও পড়ুন:- ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে , নতুন নিয়ম চালু হচ্ছে | Sim Card New Rules 2024
শারীরিক মাপকাঠি:
পুরুষদের ক্ষেত্রে –
- উচ্চতা ১৭০ সেমি।
- ৫ কিমি দৌড় ২৪ মিনিটের মধ্যে এবং ১.৬ কিমি দৌড় ৭ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
- এক্সপ্রেশন ৫ সেমি।
- ছাতির উচ্চতা ৮০ সেমি।
মহিলাদের ক্ষেত্রে –
- উচ্চতা ১৫৭ সেমি।
- ১.৬ কিমি দৌড় ৮.৩০ মিনিটের মধ্যে এবং ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
বেতনঃ এই পদে (SSC GD Constable Recruitment 2025) চাকরি পেলে প্রার্থীদের সেন্ট্রাল সরকারের বেতন কমিশন অনুসারে প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ১৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৬,৯০০/- টাকা দেওয়া হবে।
অন্যদিকে এনসিবি (NCB) বিভাগে চাকরি পাওয়া প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।
গুরত্বপূর্ণ ডকুমেন্টস:
- বার্থ সার্টিফিকেট
- ভোটার কার্ড
- আধার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার নথি
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়
- পাসপোর্ট সাইজ ফোটো
- এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু
আবেদন ফি: এই পদে (SSC GD Constable Recruitment 2025) আবেদন করতে আবেদন ফি লাগবে।
- UR, OBC এবং EWS ১০০/- টাকা।
- SC, ST, Women, Ex-servicemen প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: প্রথমে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে যেখানে ১ ঘণ্টা সময়ের মধ্যে ৮০ টি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে ২ই নম্বর করে। এরপরে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। SSC’র অফিসিয়াল ওয়েবসাইটে নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন শেষে আবেদন পেজে সঠিক তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে পেমেন্ট করে আবেদন জমা দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: আবেদন জানানো শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ১৪/১০/২০২৪ তারিখ পর্যন্ত।
আবেদনপত্র কারেকশনের তারিখ: ০৫/১১/২০২৪ থেকে ০৭/১১/২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্রে কোনো ভুল থাকলে ঠিক করতে পারবেন।
অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
SSC Gd Recruitment 2024 ONLINE আবেদন করার লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন শুরু দেখুন
আরও পড়ুন:- মাধ্যমিক পাশে কি কি চাকরিতে আবেদন করা যায় জানুন | Madhyamik Pass Govt Job
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |