Sim Card New Rules 2024: গত জুলাই মাস থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিম কার্ড । কারণ আপনারা জানেন ৩ রা জুলাই থেকেই এয়ারটেল, ভোডাফোন , আইডিয়া, জিও প্রভৃতি রিচার্জ কোম্পানিগুলি রিচার্জের খরচ অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে।
এসবের মাঝেই এবার নতুন নির্দেশিকা জারি করল ট্রাই । যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি ট্রাই হল সমস্ত রিচার্জ কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করে।
এবার নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই যেই নিয়ম লঙ্ঘন করলে দু বছরের জন্য আপনার নাম্বারটি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে । ১ লা সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম চালু হতে চলেছে। বিস্তারিত আমরা নতুন নিয়মটি সম্পর্কে আলোচনা করবো।
ট্রাই এর নতুন নিয়মটি কি (Sim Card New Rules 2024):-
১) নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি তার মোবাইল নম্বর ব্যবহার করে কোন প্রমোশনাল কল করে থাকেন অথবা টেলি মারকেটিং করেন তাহলে ওই নাম্বারটির বিরুদ্ধে কেউ ট্রাই এর কাছে কমপ্লেন করলে সেক্ষেত্রে নাম্বারটি দু বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে ।
২) এছাড়াও কোন নাম্বার থেকে ফেক কল বা স্প্যাম কল করা হয় সে ক্ষেত্রে সেই নাম্বারটি বন্ধ করে দেওয়া হবে
আরও পড়ুন:- Lakhir Bhandar Online Application : লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই চমক আসছে
এই নিয়মটি চালু করার ফলে কি উপকার হবে?
বর্তমানে দেখবেন প্রতিদিন কিছু না কিছু স্প্যাম কল বা প্রমোশনাল কল আপনাদের ফোনে আছে এই নতুন নিয়মটি চালু হলে ভবিষ্যতে এই ধরনের স্প্যাম কল বা ফেক কল আসা অনেকাংশেই কমে যাবে।
নতুন নিয়মের শাস্তি কি হবে?
আপনাকে যদি কেউ ফেক কল বা স্প্যাম কল করে আপনি যদি অভিযোগ লেখান তাহলে যে নাম্বারটি থেকে কল করা হচ্ছে সেই নাম্বারটিকে শাস্তি স্বরূপ দু’বছর ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে অর্থাৎ ওই নাম্বারটি থেকে দু’বছর কোন ফোন করা যাবে না।
কবে থেকে এই নিয়মটি চালু হচ্ছে :-
এই নতুন নিয়ম টি ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে চালু হচ্ছে
আরও পড়ুন:- গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন | Wb Panchayat Recruitment 2024
আরও পড়ুন:- মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |