Sunday, October 6, 2024
Homeপ্রকল্পস্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু, মাসে ১০০০০ টাকা বেতন দিবে সরকার

স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু, মাসে ১০০০০ টাকা বেতন দিবে সরকার

Student Internship Scheme: সরকারি দপ্তরে হাতে-কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ, সাথে পাবেন মাসিক বেতন এবং সরকারি সার্টিফিকেট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আবারো একটি নতুন প্রকল্পের শুভ সূচনা হলো ৮ই জানুয়ারি ২০২৪ তারিখ ,
প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প । এই প্রকল্পের বৈশিষ্ট্য কি? কিভাবে আবেদন করতে হবে? যোগ্যতা কি থাকা দরকার? কারা আবেদন করতে পারবে? কি কি সুবিধা পাবেন? বিস্তারিত আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

🛑 স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পটি কি?

এই প্রকল্পটি মূলত পশ্চিমবঙ্গে যে সমস্ত যুবক-যুবতীরা পড়াশোনা করছে বা আগে করেছেন স্নাতক, পলিটেকনিক, আইটিআই বা অন্যান্য কোন পরীক্ষায় পাশ করে রয়েছেন তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর, যেগুলি ব্লকে, পৌরসভায় ,জেলাতে বা বিভিন্ন সরকারি দপ্তরে রয়েছে সেখানে কাজ শেখানো হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এর ফলে সরকারি দপ্তরের কাজকর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন পড়ুয়ারা, তারাও সরকারি দপ্তরের বিভিন্ন কাজ করে সরকারি দপ্তরের সাহায্য করতে পারবে, কাজের জন্য পড়ুয়াদের মাসে ১০০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

🛑 কোথায় নিয়োগ হবে?

মূলত সরকারি অধীনস্থ বিভিন্ন ব্লক, পৌরসভা, জেলা অফিস, বিভিন্ন সরকারি দপ্তরে এই নিয়োগগুলি করা হবে।

🛑 বেতন কত টাকা দিবে?

এই প্রকল্পের প্রথমে এক বছরের জন্য ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে ,এই সময়কালে প্রতি মাসে ১০ হাজার টাকা করে স্টাইপেন্ড সরকারের তরফ থেকে দেয়া হবে , এক বছর পর কাজের যোগ্যতা দেখে কাজের সময় বাড়ানো হবে এবং কাজের শেষে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে।

আরও পড়ুনঃ Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?

🛑 যোগ্যতা কি রয়েছে?

১) এই প্রকল্প আবেদন করতে গেলে স্নাতকস্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে

২) আবেদনকারীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে

৩) আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে

🛑 কিভাবে নিয়োগ হবে?

এই প্রকল্পে অনলাইনে আবেদন করার পর আপনাদের সমস্ত তথ্য যাচাই করা হবে, যাচাই করার পর ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা অথবা নাম্বারের ভিত্তির মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে।

🛑 কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদেরকে অনলাইনে দরখাস্ত করতে হবে। তার জন্য বাংলার banglaruchchashiksha.wb.gov.in এ আবেদন করতে হবে।

যে কোন প্রয়োজনে ফোন করতে পারেন টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪
এছাড়া ইমেইল করতে পারেন [email protected]

বর্তমানে এখনো অনলাইন আবেদন শুরু হয়নি অনলাইন আবেদন শুরু হলে জানিয়ে দেবো

ওয়েবসাইট লিংক:- https://banglaruchchashiksha.wb.gov.in/

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর যোগ্যশ্রী প্রকল্প চালু, সব ছেলে মেয়েরা চাকরি পাবে

Most Popular