Thursday, December 12, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পToilet Online Apply West Bengal: টয়লেট বানাতে ১২০০০ টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী মোদী,...

Toilet Online Apply West Bengal: টয়লেট বানাতে ১২০০০ টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী মোদী, এক্ষুনি আবেদন করুন

আপনি কি আপনার বাড়িতে সরকারি সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টয়লেট বানাতে চান? হ্যাঁ আপনারা কিন্তু কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে আপনার বাড়িতে টয়লেট বানানোর জন্য ১২০০০ টাকা পেয়ে যেতে পারবেন। কিভাবে টয়লেট বানানোর জন্য অনলাইনে আবেদন করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই পোস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো

কারা পারবে গ্রামীন টয়লেট বানানোর জন্য আবেদন করতে:-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১) যে কোনো BPL ক্যাটাগরির পরিবার

২) আর যারা APL ক্যাটাগরির পরিবার তাদের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলি থাকতে হবে-

1) SC বা ST কাস্ট হলে আবেদন করা যাবে


2) হ্যান্ডিক্যাপ হলে এই প্রকল্পে আবেদন করা যাবে


3) কেউ যদি বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা পান তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন


4) কারো বাসস্থান নেই তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন


5) দুই হেক্টরের মধ্যে যে সকল কৃষকদের জমি রয়েছে সে কৃষকরাও আবেদন করতে পারবে


6) যে সকল পরিবারের মহিলা প্রধান সেই পরিবার ও আবেদন করতে পারবেন

টয়লেট আবেদনের অনলাইন পদ্ধতি:-

১) প্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করে আপনাকে গুগলে সার্চ করতে হবে sbm.gov.in তাহলে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন


2) ওয়েবসাইডে আসার পর নিচের দিকে দেখতে পাবেন Application Form For IHHL
এই অপশনে ক্লিক করবেন


৩) তারপর Citizen Registration অপশন এ ক্লিক করতে হবে


৪) তারপরে মোবাইল নাম্বার,নাম, লিঙ্গ, ঠিকানা, রাজ্য বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে

৫) তাহলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে । লগইন আইডি হলো আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড হল আপনার মোবাইল নাম্বারের লাস্ট চারটি সংখ্যা

আরো পড়ুন :- Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব


৬) লগইন করলেই প্রথমবার আপনাকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, প্রথমে ওল্ড পাসওয়ার্ডের ঘরে আপনার মোবাইল নাম্বারের লাস্ট চারটা সংখ্যা দেবেন । তারপর নিউ পাসওয়ার্ড এর ঘরে আপনি যেরকম পাসওয়ার্ড রাখতে চাইছেন আপনার পছন্দমত পাসওয়ার্ড আপনি তৈরি করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে সেই পাসওয়ার্ডটি আবার বসাবেন। দিয়ে সাবমিট করবেন তাহলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেল এবার আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন


৭) লগইন করলেই আবেদন করার মূল ড্যাশবোর্ড খুলে যাবে , বামদিকে দিকে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করলে New Application পাবেন ওখানে ক্লিক করবেন

৮) তাহলে আবেদন করার মূল পেজ খুলে যাবে এবার আপনাকে আপনার রাজ্যের নাম, জেলার নাম ,ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ,গ্রামের নাম এবং আপনার নিকটবর্তী স্থানের নাম বসাতে হবে

৯) তারপর Section B তে আপনার আঁধারে যে নামটি রয়েছে সে নামটি বসাতে হবে এবং দ্বিতীয় ঘরে আধার নাম্বারটা বসিয়ে আপনার আধার নাম্বারটি ভেরিফাই করতে হবে।

১০) তারপর আপনার বাবার নাম অথবা স্বামীর নাম লিখবেন , আপনার জেন্ডার বসাবেন ,ক্যাটাগরি চয়েস করবেন ,ফোন নাম্বার ,ঠিকানা ও ইমেল আইডি বসাবেন


১৪) Section C তে আপনার ব্যাংকের একাউন্টের IFSC কোড বসাতে হবে, অটোমেটিক আপনার ব্রাঞ্চের নাম, জেলার নাম ও ব্যাংকের নাম চলে আসবে।


১৫) এবার আপনাকে আপনার ব্যাংকের একাউন্ট নাম্বার বসাতে হবে এবং কনফার্ম এর ঘরে পুনরায় ব্যাংকের নাম্বারটি বসতে হবে।


১৬) সর্বশেষ আপলোড ফাইলে আপনার ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি আপলোড করতে হবে।


১৭) তারপর APPLY বোটামে ক্লিক করতে হবে তাহলে আপনার আবেদন সফলভাবে হয়ে যাবে এবং একটি আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে

কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন:-

১) আবেদন স্ট্যাটাস চেক করার জন্য লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন ওয়েবসাইটের ভেতর ।
২) তারপর থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলেই দ্বিতীয় অপশনে দেখতে পাবেন View Application বলে অপশন রয়েছে ওখানে ক্লিক করলেই আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন

আরো পড়ুন :- Pm Kisan Samman Nidhi: বছরে ৬০০০ টাকার বদলে ৮০০০ টাকা কৃষকরা পাবে ,দিল্লিতে আন্দোলন শুরু কৃষকদের

টয়লেট বানানোর জন্য টাকা কবে পাবেন:-

আপনার অনলাইনে আবেদনটি ভেরিফিকেশন করার পর Approved করে দেওয়া হবে । Approval দেওয়ার পর আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন ভেরিফিকেশন করার এক থেকে দুই মাসের মধ্যে আপনার বাড়িতে টয়লেট বানিয়ে দেওয়া হবে।

টয়লেট বানানোর জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে:-

টয়লেট বানানোর জন্য সরকারের তরফ থেকে ১২০০০ টাকা দেওয়া হয়, যার মধ্যে ৬০% কেন্দ্র সরকার দেয় ও 40% দেয় রাজ্য সরকার । তবে যার নামে টয়লেট হবে তাকে গ্রাম পঞ্চায়েতে ৯০০ টাকা জমা করতে হবে।

টয়লেট বানানোর অনলাইন আবেদন –

অনলাইন আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

https://sbm.gov.in/sbm_dbt/secure/login.aspx

Most Popular