Wednesday, December 11, 2024
Homeটেক নিউজদীপাবলির উপহার ফ্রি গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার, অনলাইন আবেদন করুন

দীপাবলির উপহার ফ্রি গ্যাস সিলিন্ডার দিচ্ছে সরকার, অনলাইন আবেদন করুন

Ujjwala Gas Apply: এখন চলছে বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। এই দুর্গা পূজার মোরসুমে রাজ্যবাসীদের জন্য রয়েছে এক বিরাট সুখবর।

সাম্প্রতিক সময়ে রাজ্যবাসীরা পাচ্ছে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার। এই পূজার মোরসুমে প্রতিটি মানুষ সরকারের কাছ থেকে বড় ধরনের উপহার পেতে চলেছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এক বিবৃতির মাধ্যমে সরকার জানিয়েছে যে সকল গ্রাহকরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিয়ে থাকেন, তাঁরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডারও পাবেন।

রাজ্যবাসীদের বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দিতে চলেছে সরকার। ঘরে ঘরে এইবার দীপাবলীর আগেই বিনামূল্যের সিলিন্ডার আসতে চলেছে।

উজ্জ্বলা 2.0 সংযোগের জন্য যোগ্যতার মানদণ্ড (Ujjwala Gas Apply)

১) কেবলমাত্র মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

২) মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে বয়স হতে হবে ১৮ বছর।

৩) পরিবারের যদি কোনো একজন ব্যক্তির তেল বিপণন কোম্পানি (OMC) থেকে অন্য কোনো এলপিজি সংযোগ থেকে থাকে তাহলে এই উজ্জ্বলা যোজনার আবেদন গ্রাহ্য হবেনা।

৪) তফসিলি জাতি (SC)/

5) তফসিলি উপজাতি (ST)

6) প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী (গ্রামীণ)/

আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন | PM Kisan Mandhan Yojana

7) সর্বাধিক অনগ্রসর শ্রেণী (এমবিসি)

8) অন্ত্যোদয় আন্না যোজনার (AAY) অংশগ্রহণকারী/

9) চা এবং প্রাক্তন চা বাগান উপজাতি/

10) বনবাসী/

11) দ্বীপ ও নদী দ্বীপে বসবাসকারী মানুষ/

12) SECC  এর অধীনে তালিকাভুক্ত পরিবারের সদস্য হতে হবে প্রার্থীদের।

উজ্জ্বল যোজনায় আবেদনের জন্য দরকারি কাগজপত্র-

উজ্জলা যোজনায় আবেদন করতে গেলে প্রার্থীদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলির প্রয়োজন সেগুলি হল-

1) কেওয়াইসি ফর্ম,

2) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড,

3) গ্রাহকের আধার কার্ড বা ভোটার কার্ডের কপি।

এই প্রসঙ্গে বলা যেতে পারে যে ইউপি বিধানসভা নির্বাচনের আগে যোগী সরকার উত্তরপ্রদেশ বাসীদের জন্য বছরে দুটি বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছিল।

এইবার দীপাবলীর আগে গ্রাহকদের ঘরে সেই বিনামূল্যে সিলিন্ডারগুলোই ঢুকতে চলেছে।

এই ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার করেছে। তার রাজ্যের উজ্জ্বলা যোজনার উপভোক্তাকারীদের জন্য

Ujjwala Gas Apply ONLINE : CLICK HERE

আরও পড়ুন:- মুখ্যমন্ত্রী মমতা ৫০০০, ১০০০০ টাকা দিচ্ছে । নতুন প্রকল্প চালু : Wb New Scheme 2024

আরও পড়ুন:- ৩ মাস ফ্রি ইন্টারনেট দিচ্ছে জিও, অনলাইনে আবেদন করুন | jio free recharge

Most Popular