Sunday, October 6, 2024
Homeচাকরিমাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ |WB Agriculture Recruitment 2024

মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ |WB Agriculture Recruitment 2024

WB Agriculture Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কৃষি দপ্তরে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরে সার্ভে জড়িত কাজের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে Field Level Assistant পদে স্টাফ নিয়োগ করা হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বেকার যুবক যুবতীরা এই পদে (WB Agriculture Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: West Bengal Agriculture Department

পোস্টের নামঃ Field Level Assistant।

মোট শুন্যপদঃ এখানে কত জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ  যে সকল প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

মাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (WB Agriculture Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে এবং কম করে উল্লেখিত কাজ ২ বছর করে থাকা ব্যক্তিরা বিশেষ ছাড় পাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে (WB Agriculture Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১০,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আরও পড়ুন:- ITBP Constable Recruitment 2024: কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন শুরু

গুরত্বপূর্ণ ডকুমেন্টস:

  • বার্থ সার্টিফিকেট
  • ভোটার বা আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটো
  • কম্পিউটার সার্টিফিকেট
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
  • এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু

আবেদন ফি:

এই পদে (WB Agriculture Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন। উপরে উল্লেখিত সবকিছু একসাথে ইন্টারভিউ এর দিন সঠিক ঠিকানায় গিয়ে জমা দিতে হবে।

ইন্টারভিউ দিতে যেতে হবে এই ঠিকানায়:

Office of the Deputy Director of Agriculture-e (Admn.), Uttar Dinajpur, Ground Floor of N-1, RHE Building, Karnajora – 733130

নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

ইন্টারভিউ হবে: আগামী ০৩/১০/২০২৪ তারিখে সকাল ১০:৩০ টা থেকে। সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য এবং আবেদন পত্র সহ পৌঁছে যেতে হবে।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন:- WB Asha Karmi Recruitment 2024: রাজ্যে চলছে আশা কর্মী নিয়োগ

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

Most Popular