Sunday, October 6, 2024
Homeচাকরিইন্টারভিউ এর মাধ্যমে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ| WB Anandadhara Recruitment 2024

ইন্টারভিউ এর মাধ্যমে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ| WB Anandadhara Recruitment 2024

WB Anandadhara Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের আনন্দধারা প্রকল্পে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড রুরাল ডেভেলপমেন্ট সেলের দ্বারা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Training Resources Person স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (WB Anandadhara Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ Training Resources Person। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ এখানে কত জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ ৩২ বছর বয়সের ঊর্ধের প্রার্থীর আবেদনের যোগ্য। অফিসিয়াল নোটিশে বয়সের ঊর্ধ্বসীমার বিষয়ে কিছু বলা হয়নি।

যোগ্যতাঃ

গ্র্যাজুয়েশন পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (WB Anandadhara Recruitment 2024) আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন এবং ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে (WB Anandadhara Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের দৈনিক ৯০০/- টাকা হারে, মাসে সর্বাধিক ২৬ দিনের প্রদান করা হবে।

আরও পড়ুন:- জাতীয় সড়ক দপ্তরে চাকরি, অনলাইনে আবেদন করুন | NHAI Recruitment 2024

গুরত্বপূর্ণ ডকুমেন্টস:

  • প্রার্থীর বায়োডাটা
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটো
  • কম্পিউটার সার্টিফিকেট
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
  • এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু

আবেদন ফি:

এই পদে (WB Anandadhara Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীদের লিখিত কোনো পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদন পদ্ধতিঃ

প্রার্থীদের আলাদা করে কোনো আবেদন পত্র জমা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ দিতে যেতে হবে। উপরে উল্লেখিত এবং নোটিশে চাওয়া সব ডকুমেন্টস সহ ইন্টারভিউ এর দিন সঠিক ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউ দিতে যাওয়ার ঠিকানা: District Mission Management Unit & District Rural Development Cell, Siliguri Mahakuma Parishad, Hakimpara, Siliguri

নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে এই ঠিকানায়। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

ইন্টারভিউ হবে : আগামী ০৩/১০/২০২৪ তারিখে।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

OFFICIAL WEBSITE:- CLICK HERE

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

আরও পড়ুন:- রূপশ্রী প্রকল্পে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ| Wb Group C Recruitment 2024

Most Popular