Friday, March 14, 2025
Homeটেক নিউজরোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online

Wb Chit Fund Refund 2025: রোজভ্যালিতে যে সকল আমানতকারীরা টাকা দিয়েছিলেন, তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

ইডি সূত্রে জানা যায় যে সংস্থার তিন উচ্চপদস্থ আধিকারিক অ্যাসেট ডিসপোজাল কমিটির কার্যালয় উপস্থিত হয়ে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, ইডি প্রথমে ধাপে ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছে প্রতারিত আমানতকারীদের দেওয়ার জন্য।

আদালতের বক্তব্য অনুযায়ী রোজভ্যালি চিটফান্ডের (Rosevalley Return Money) টাকা ফেরানোর এই প্রক্রিয়া‌ও শুরু হয়ে গিয়েছে।

রোজভ্যালি চিটফান্ডের এই টাকা ধাপে ধাপে ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হবে। প্রথম ধাপে যারা ছোটো পরিমাণে টাকা জমা রেখেছিলেন অর্থাৎ ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জমা রাখা আমানতকারীরা টাকা ফেরত পাবেন।

পশ্চিমবঙ্গের বিশেষ আদালতের নির্দেশ অনুযায়ী রোজভ্যালি চিটফান্ডের (Rosevalley Return Money) সমস্ত সম্পত্তি নিলাম করে ওই অর্থ রোজ ভ্যালিতে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের ফেরত দেওয়া হচ্ছে।

রোজভ্যালি চিটফান্ডের (Rosevalley Return Money) মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যাতে নিজেদের তথ্য জমা দিয়ে টাকা ফেরতের আবেদন করতে পারেন সেই কারণে একটি বিশেষ ওয়েবসাইট- rosevalleyadc.com-তৈরি করা হয়েছে।

এই ওয়েবসাইটে যারা আবেদন করবেন তাদের আবেদনের সমস্ত নথিপত্র যাচাই করে তারপর টাকা ফেরত হবে। পুরো প্রক্রিয়াটি আদালতে হবে।

রোজভ্যালি চিটফান্ডের (Rosevalley Return Money) প্রথম পর্যায়ের টাকা দুর্গাপুজোর আগেই আমানতকারীরা পেয়ে যাবেন।

এখন কীভাবে চিটফান্ডের টাকা ফেরত পাবেন সেই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদনে আমরা জানিয়েছি। যদি আপনি সেটি না পড়ে থাকেন, তাহলে এখানে ক্লিক করে দেখে নিন।

Wb Chit Fund Refund 2025

কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

১। স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে যে কোন‌ও ব্রাউজার ওপেন করে, রোজভ্যালির ওয়েবসাইট rosevalleyadc.com – গুগলে সার্চ করুন।

২। এরপর অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে গেলে আপনি investors অপশনে চলে যান।

৩। তারপর আপনার সার্টিফিকেটের নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে ফর্মটি সাবমিট করে দিন, এরপর আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে।

আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

স্ট্যাটাসের আপডেট দেখে কীভাবে বুঝবেন কোন পর্যায়ে আবেদনটি রয়েছে?

স্ট্যাটাসে আপনাকে দেখিয়ে দেবে আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনার আবেদনের ফর্মটি এখন কোন পর্যায়ে রয়েছে?

এবার স্ট্যাটাস চেক করতে গিয়ে হয়তো আপনি দেখলেন যে লেখা আছে -Your application is pending.Verification will be started shortly ’ তারমানে বুঝতে হবে অনলাইনে আপনার আবেদনটি এখন‌ও যাচাই করা হয়নি,

তবে খুব শীঘ্রই সে কাজটি সম্পন্ন হবে এবং সমস্ত কাগজপত্র যাচাই করা হলে আপনি টাকা পাওয়ার যোগ্য হবেন এবং তখন আপনার আবেদনটি গ্রহণ করা হবে এবং তারপর পরবর্তী স্ট্যাটাস আসার পর টাকা পাবেন।

যদি লেখা থাকে ‘ payment already made for this certificate number’ এর অর্থ হলো- এইসব উপভোক্তাদের বর্তমানে এখন টাকা অ্যাকাউন্টে দিচ্ছে।

তাহলে আপনি বুঝবেন যে খুব শীঘ্রই আপনার ব্যাঙ্কে টাকা চলে আসবে। এর মানে হলো আপনার আবেদন পত্রটি যাচাই হয়ে গেছে।

কবে টাকা ফেরত দেওয়া হবে?

অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারপার্সন দিলীপ শেঠ বলেন, ৭৩৪৬ জন আমানতকারীর ব্যাঙ্ক একাউন্টে ৩/১০/২০২৪ এ টাকা পাঠানো হয়েছে, এরপর ধাপে ধাপে সব আমানতকারীদের টাকা দেওয়া হবে। পুজোর আগে আমানতকারীদের কিছু টাকা দেওয়া হবে।

কারা প্রথমে টাকা ফেরত পাবেন?

প্রথমেই বলা হয়েছে যে ২০০ থেকে ১০০০০ টাকার মধ্যে যাদের টাকা রয়েছে তাদেরকে প্রথম ধাপে টাকা দেওয়া হবে। তারপর যাদের বেশি টাকা দেওয়া রয়েছে, তাদেরকে ধাপে ধাপে টাকা দেওয়া হবে।

কত টাকা ফেরত পাবেন?

রোজভ্যালিতে কমবেশি সকলেই একটি মোটা টাকা ইনভেস্ট করেছিলেন বেশি সুদের আশায়, তবে জানা যাচ্ছে যে বর্তমানে সকলকে আসল টাকাটাই ফেরত দেওয়া হবে অর্থাৎ যে টাকাটা তারা রেখেছিলেন, সেই টাকাটাই পাবেন।

রোজভ্যালিতে টাকা ফেরত পাওয়ার আবেদনের লিঙ্ক

রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংক (Rose Valley Refund Online) :- CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে দেখুন । Rose Valley Refund Online

আরও পড়ুন:- রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু, Rose Valley Refund Online

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular