Thursday, December 12, 2024
Homeচাকরিগ্রুপ সি পদে কর্মী নিয়োগ, এক্ষুনি ফর্মটি জমা করুন | Wb Group...

গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, এক্ষুনি ফর্মটি জমা করুন | Wb Group C Recruitment 2024

Wb Group C Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের রাজ্যের রুপশ্রী প্রকল্পে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের রুপশ্রী প্রকল্পে বিভিন্ন সরকারি দপ্তরে Group C স্তরের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Accountant পদে স্টাফ নিয়োগ করা হবে। বেকার যুবক যুবতীরা এই পদে (Rupashree Prakalpa Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ Accountant। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ 

যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতাঃ

এই পদে (Rupashree Prakalpa) আবেদন করতে প্রার্থীদের যে যোগ্যতা সম্পন্ন হতে হবে –

  • কমার্স বিভাগে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ।
  • মাইক্রোসফট অফিসের দক্ষতা আবশ্যক।
  • স্প্রেডশিট ও ট্যালিতে দক্ষতা থাকতে হবে।
  • পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

বেতনঃ

এই পদে (Rupashree Prakalpa Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১৫,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

গুরত্বপূর্ণ ডকুমেন্টস:

  • বার্থ সার্টিফিকেট
  • স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজ ফটো
  • কম্পিউটার সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র
  • এছাড়া নোটিশে উল্লেখিত সবকিছু

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে কি কি চাকরিতে আবেদন করা যায় জানুন | Madhyamik Pass Govt Job

নিয়োগ প্রক্রিয়া:

এই পদে চাকরি পেতে সকল প্রার্থীদের তিনটি ধাপ পার করতে হবে। যথা –

  • ৫০ নম্বরের লিখিত পরীক্ষা।
  • ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট।
  • ১০ নম্বরের ইন্টারভিউ।

নিয়োগের জায়গা:

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক অফিসের রূপশ্রী বিভাগে প্রার্থীদের চাকরিতে নিয়োগ প্রদান করে হবে।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।

উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Drop Box kept at the office of Rupashree Prakalpa under DPMU, Paschim Medinipur situated in the PUP Building.

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২৪/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

Wb Group C Recruitment 2024 FORM DOWNLOAD করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- ১১৩০ জন কনস্টেবল নিয়োগ, অনলাইনে আবেদন করুন | CISF Recruitment 2024

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে ৫০০০ শূন্যপদে প্রশিক্ষণ নিয়ে চাকরি সুযোগ | Skill India Recruitment 2024

Most Popular