Wednesday, December 11, 2024
Homeচাকরিমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ| WB Health Recruitment 2024

মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ| WB Health Recruitment 2024

WB Health Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ- ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এখানে Phlebotomist পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (WB Health Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ Phlebotomist। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ এখানে কত জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ  যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

যোগ্যতাঃ

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে (WB Health Recruitment 2024) আবেদন করতে অবশ্যই Phlebotomi বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে কি কি চাকরিতে আবেদন করা যায় জানুন | Madhyamik Pass Govt Job

বেতনঃ

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ৫,৫০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া (WB Health Recruitment 2024):-

ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই পদে (WB Health Recruitment 2024) নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ

এখানে আবেদনপত্র জমা দিতে হবে না। প্রার্থীকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে এবং ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথি সহ সরাসরি ইন্টারভিউ স্থলে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ দিতে যাওয়ার ঠিকানা:

Chief Medical Officer of Health, Nadia & Secretary, District Health & Family Welfare Samity, 5, D. L. Roy Road. PO- Krishnagar. District- Nadia, Pin- 741101

এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু:  আবেদনপত্র জমা দিতে হবে না।

ইন্টারভিউ এর তারিখ: ১৯/০৮/২০২৪

ইন্টারভিউ এর সময়: সকাল ৯:৩০ টার মধ্যে পৌঁছে যেতে হবে।

অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:-  CLICK HERE

FORM DOWNLOAD করার লিংক:- CLICK HERE


আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

আরও পড়ুন:- ICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন | Icds Recruitment 2024

Most Popular