Wb Home Guard Recruitment 2025: দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কনস্টেবল, এস আই, সার্জেন্ট সহ একাধিক পদে নিয়োগ বন্ধ থাকার কারণে কলকাতা পুলিশের (Kolkata Police) থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগে পুলিশের অভাব ছিল।
যার পর ২০২৩-২৪ সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ করা হয়। এইবার আবার হোমগার্ড পদে নিয়োগ করতে চলেছে লালবাজার।
হ্যাঁ পুলিশের চাকরি যারা করতে চান তাদের জন্য সুখবর। কলকাতা পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই।
Wb Home Guard Recruitment 2025
কারণ কলকাতা পুলিশে (Kolkata Police) নতুন করে নিয়োগ করা হবে বলে নবান্ন থেকে একটি ছাড়পত্র লালবাজার এসে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবষের শুরুতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online
কলকাতা পুলিশের (Kolkata Police) এক বিশেষ সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো ছাড়পত্র লেখা আছে, নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০% কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কর্মরত ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ
৪৫০জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের মধ্যে থেকে আর বাকি ৫০ টি পদে নিয়োগ হবে কর্মরত যোগ্য সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটি বড় একটি সুযোগ সে কথা বলাইবাহুল্য।
লালবাজার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নিয়োগের জন্য কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন, প্রাথমিকভাবে বেছে নেওয়ার পর যোগ্য প্রার্থীদের ৬০ নাম্বারের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে, সিভিকদেরকেও এই লিখিত পরীক্ষায় বসতে হবে।
কত নাম্বার পেলে লিখিত পরীক্ষায় পাশ হবে সেটা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাশ করলে কলকাতা পুলিশের হোম গার্ড পদে নিয়োগ করা হবে তবে তার আগে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিগত পঞ্চায়েত ভোটের পর ভোটজনিত হিংসার কারণে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ২০২৪ সালের জানুয়ারী মাসে প্রায় রাতারাতি ভাঙড় অধিগ্রহণ করে কলকাতা পুলিশ (Kolkata Police), যাতে কলকাতা পুলিশের এলাকা বেড়ে যায় অনেকখানি, ৩২৪ বর্গ কিমি থেকে এক ধাক্কায় বেড়ে জায়গার পরিমাণ হয় ৫৩০ বর্গকিমি।
আবার নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দুটো নতুন থানা কলকাতা পুলিশে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, যে কারণেই সবদিক বিচার করে ৫০০ জন হোম গার্ড নিয়োগের ছাড়পত্র দিয়েছে লালবাজার।
আরও পড়ুন:- সব চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে, নামের লিস্ট ডাউনলোড করুন
আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |