Tuesday, December 3, 2024
Homeচাকরি৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment...

৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ কোন কোন জেলায় হচ্ছে | Wb Icds Recruitment 2024

Wb Icds Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর । কিছুদিন আগেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষনা করেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের কথা ।

তিনি বলেছিলেন বর্তমানে পশ্চিমবঙ্গে 32659 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে নিয়োগ শুরু হয়েছে । জেলায় জেলায়, ব্লক ব্লকে আবেদন নেওয়া চলছে। বর্তমানে বিভিন্ন জেলাতে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারবে । বর্তমানে যে সকল জেলাতে নিয়োগ শুরু হয়েছে বিস্তারিত সেই বিষয়ে আলোচনা করব।

কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কিভাবে নিয়োগ হবে কোথা থেকে নোটিস ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

পদের নাম-

১) অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker)
২) অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)

শূন্যপদ:-

১২০২৮ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং ২০৬৩১ শুন্যপদে অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) নিয়োগ ।

বয়স সীমা:-

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

অঙ্গনওয়াড়ি পদে কিভাবে নিয়োগ হয়:-

অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এই দুইয়ের মাধ্যমে হয়ে থাকে প্রথমে ৯০ নাম্বারে লিখিত পরীক্ষা হয় তারপর ১০ নাম্বারের ইন্টারভিউ হয়। যে সকল চাকরি প্রার্থীরা সফল হয় তারাই চাকরি পায়।

বর্তমানে কোন কোন জেলাতে আবেদন নেওয়া হচ্ছে বিস্তারিত দেখুন:-

১) কোচবিহার জেলার আবেদন (Icds Recruitment 2024 Coochbehar):-

কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছে । এই শূন্য পদে চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিংক এবং নোটিস ডাউনলোড করার লিংক নিম্নে দেওয়া হল । নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে নিন

বিস্তারিত দেখুন নিচের লিংক গুলোতে ক্লিক করে:-

নোটিস ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

অনলাইন আবেদন করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

আরও পড়ুন:- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন

২) বাঁকুড়া জেলার আবেদন (Icds Recruitment 2024 Bankura):-

বর্তমানে বাঁকুড়া জেলাতে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ শুরু হয়েছে । এই শূন্য পদে অনলাইনে আবেদন করা যাবে না অফলাইনে ফর্ম জমা করে আবেদন করতে হবে । আবেদনপত্র সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিসে গিয়ে জমা করতে হবে । এই জেলার আবেদন করার শেষ তারিখ ১৬ ই আগস্ট ২০২৪

বিস্তারিত দেখুন নিচের লিংক গুলোতে ক্লিক করে:-

নোটিস ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

৩) উত্তর ২৪ পরগনা জেলার আবেদন (Icds Recruitment 2024 North 24 Parganas):-

বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলায় ৪০২টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ শুরু হয়েছে চাকরিপ্রার্থীরা জেলা প্রশাসনের নির্দিষ্ট অনলাইন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবে। এই শূন্য পদে আবেদন করার শেষ তারিখ ২৫শে আগস্ট ২০২৪|

বিস্তারিত দেখুন নিচের লিংক গুলোতে ক্লিক :-

নোটিস ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

অনলাইন আবেদন করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)


আরও পড়ুন:- ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে বড়ো খবর জানালো রাজ্য পুলিশ, Civic Volunteer Recruitment 2024

৪) দক্ষিণ দিনাজপুর জেলার আবেদন (Icds Recruitment 2024 Dakshin Dinajpur) :-

বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলাতে অসংখ্য শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২৫শে আগস্ট ২০২৪ ।

বিস্তারিত দেখুন নিচের লিংক গুলোতে ক্লিক করে:-

নোটিস ডাউনলোড করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

অনলাইন আবেদন করার লিঙ্ক:- CLICK HERE (এখানে ক্লিক করুন)

বর্তমানে এই জেলাগুলিতেই আবেদন নেওয়া শুরু হয়েছে , খুব শিগগিরই পশ্চিমবঙ্গের বাকি জেলাতে আবেদন নেওয়া শুরু হবে, যখনই আবেদন নেওয়া শুরু হবে আমরা আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো। অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের whatsapp চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান:-


আরও পড়ুন:- গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন | Wb Panchayat Recruitment 2024


Most Popular