Wednesday, December 11, 2024
Homeচাকরিশিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ শুরু, বেতন মাসে ১৪৫৬৪ টাকা

শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ শুরু, বেতন মাসে ১৪৫৬৪ টাকা

Wb Job Recruitment 2024: জেলায় জেলায় রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

পুরুষ এবং মহিলা উভয়েই এই শূন্য পদে আবেদন করতে পারবেন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কিভাবে আবেদন করবেন,বয়স সীমা কি রয়েছে, আবেদনের যোগ্যতা কি রাখা হয়েছে, বেতন কত বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এছাড়াও প্যারামেডিকেল পদের জন্য নার্সিং এবং ফার্মার্সি বিভাগে আবেদনের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে

মাসিক বেতন:-

প্যারামেডিকেল স্টাফ পদের মাসিক বেতন ১২০০০ টাকা, হাউস মাদার পদের মাসিক বেতন ১৪৫৬৪ টাকা

SEE MORE: Food Si Admit Card Download 2024: Food Si কবে পরীক্ষা ,অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন

বয়স:-

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে

পদের নাম:-

হাউস মাদার ও প্যারামেডিকেল স্টাফ।

আবেদনের পদ্ধতি:-

চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে ফরম জমা করে আবেদন করতে হবে, প্রথমে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। নোটিফিকেসনের নিচেই আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে সেটিকে প্রিন্ট করে নির্দিষ্ট ঘরে আপনাদের সমস্ত কিছু তথ্য পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি দিয়ে নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে।

ফর্ম জমা দেওয়ার ঠিকানা:-

District Child Protection Unit, Nadia (Social Welfare Section), Office of The District Magistrate, Nadia

SEE MORE: ICDS Job 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ:-

আবেদন করার শেষ তারিখ ৭ মার্চ ২০২৪

Employment Number:- 2492(23)-WCD-17016/1/2022

Official Notice:- DOWNLOAD HERE

Official Website:- CLICK HERE

Most Popular