Wb Municipality Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর | পশ্চিমবঙ্গে সংশ্লিষ্ট পৌরসভা তে কিছু শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে|
যোগ্যতার ভিত্তিতে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে | কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, কিভাবে নিয়োগ হবে, অফিসিয়াল নোটিশ কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।
পদের নাম:- একাউন্ট ম্যানেজার
নোটিস নাম্বার :- DH&FWS/6276
মাসিক বেতন:-
এই চাকরিতে মাসে ২৬ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়স:-
এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-
এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বিকম পাস যোগ্যতা থাকতে হবে, অথবা সিএ/ সিএমএ/ সিএস ইনটান্স হতে হবে
আরও পড়ুন:- গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন | Wb Panchayat Recruitment 2024
কিভাবে নিয়োগ হবে:-
এই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
কিভাবে আবেদন করবেন :-
এই শূন্য পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন করার লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে । সেখানে সঠিকভাবে ফরম ফিলাপ করে প্রয়োজনীয় কাগজপত্র গুলি আপলোড করে ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
আবেদন ফি কত লাগবে :-
এই শূন্য পদে আবেদন করার জন্য সাধারণ চাকরিপ্রার্থীদের ১০০ টাকা পেমেন্ট করতে হবে , তবে সংরক্ষিত ক্যাটাগরির জন্য অনলাইনে ৫০ টাকা পেমেন্ট করতে হবে।
অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
অনলাইনে আবেদন করার লিংক:- CLICK HERE
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
আরও পড়ুন:- Asha Kormi Recruitment 2024: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে, ফর্ম জমা করুন
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024