Wb New Scheme 2024: আজিকরের ঘটনা বিশ্বের প্রতিটি মানুষের মনে দাগ কেটে গেছে। সকলেই প্রশ্ন তুলেছে যে পশ্চিমবঙ্গের নারীদের কি নিরাপত্তা রয়েছে?
এই রাজ্যের একটি ছোট্ট শিশু মানুষরূপী পশুর হাত থেকে নিস্তার পায় না। আর ঠিক এই মুহূর্তেই মহিলাদের জন্য এক দুর্দান্ত সুখবর দিল রাজ্য সরকার।
মহিলাদের জন্য এবার থেকে বিশেষ ধরনের বাস চালু হতে চলেছে। মহিলাদের জন্য এই যে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে সেটা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC।
তবে এবার প্রশ্ন হল কোন কোন রুটে এই বাস চলবে? এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এই আর্টিকেলের মাধ্যমে।
Wb New Scheme 2024
মহিলাদের জন্য NBSTS বাস সার্ভিস
মহিলারা যাতে স্বচ্ছন্দভাবে ভ্রমণ করতে পারেন এবং সুরক্ষিত থাকেন সেইজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা NBSTC পুজোর আগেই এমন উদ্যোগ নিয়েছিল।
আরও পড়ুন:- ই শ্রম কার্ডে মাসে ৩০০০ টাকা ভাতা দিচ্ছে, অনলাইনে আবেদন করুন
এই বাসগুলি উত্তরবঙ্গের প্রধান শহরের সাথে পর্যটন কেন্দ্রগুলিকে সংযোগ করবে। বিশেষত যারা চাকুরীরত মহিলা তাদের ক্ষেত্রে এটি খুবই সুবিধাজনক।
কারণ অফিস করার পর যে মহিলারা রাত্তিরে বাড়ি ফেরেন তাদের নিরাপত্তা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। মূলত অফিস টাইমেই এই বাসগুলো বেশি চলবে।
কোন কোন রুটে চলবে এই বাস?
লেডিস স্পেশাল বাসগুলি উত্তরবঙ্গে যে স্থানগুলিতে চলবে সেগুলি হল শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা।
আর জি কর কাণ্ডের ঘটনায় জুনিয়র চিকিৎসকরা অনশনে বসেছে। এই ডাক্তারদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে নার্সিংহোমে চিকিৎসারত। তাদের দাবি হলো যে তাদের নিরাপত্তা রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে।
আর এই রকম সময় লেডিস স্পেশাল বাস চলানোর রাজ্য সরকারের উদ্যোগটির জন্য সকলেই খুশি হবে এটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas Yojana List
আরও পড়ুন:- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |