Thursday, December 12, 2024
HomeচাকরিWbp Sub Inspector Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ শুরু

Wbp Sub Inspector Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ শুরু

Wbp Sub Inspector Recruitment 2024:পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দুটি বিভাগে নিয়োগ হবে Sub- Inspector (Unarmed Branch) অপরটি Sub- Inspector (Armed Branch) । কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি রয়েছে, বয়স কত লাগবে, আবেদন ফি কত রয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো।

পদের নাম:-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Sub- Inspector (Unarmed Branch) এবং Sub- Inspector (Armed Branch)

শূন্য পদ:-

ছেলেদের ৩৬৪ টি এবং মেয়েদের ১০০ টি ।

বয়স সীমা:-

চাকরিপ্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করা হবে ০১/০১ /২০২৪ তারিখের নিরিখে। এছাড়াও SC, ST রা ৫ বছর , OBC ৩ বছর বয়সের ছাড় পাবে ।

আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু

শিক্ষাগত যোগ্যতা:-

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে।

শারীরিক মাপ যোগ:-

নিচে ছবিতে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিন কত উচ্চতা, ছাতি ও ওজন লাগবে

দৌড়:-

ছেলেদের ক্ষেত্রে ৩ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। মেয়েদের ক্ষেত্রে ৪০০ মিটার দৌড় ২ মিনিটে সম্পূর্ণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি:-

প্রথমে ২০০ নাম্বারের প্রাথমিক (Preliminary Examination) একটি পরীক্ষা নেয়া হবে। তারপর শারীরিক মাপ যোগ এবং দৌড় করানো হবে। সফল হলে ফাইনাল লিখিত পরীক্ষা (Final Combined Competitive Examination) নেয়া হবে ২০০ নাম্বারের। সর্বশেষ ৩০ নাম্বারের পার্সোনালিটি টেস্ট (Personality Test) নেওয়া হবে। সফল হলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ।

আরও পড়ুন:- Wbp Constable Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে ১০২৫৫ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ শুরু

আরও পড়ুন:- RPF Constable Recruitment 2024: রেল পুলিশে চাকরির অনলাইন আবেদন শুরু

কিভাবে আবেদন করবেন:-

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হলে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে ‘Jante Hobe’ ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হবে। আবেদনের লিঙ্ক এই প্রতিবেতনের নিচে দেওয়া হয়েছে

Wbp Sub Inspector Recruitment 2024 আবেদন ফি:-

এই শূন্য পদে আবেদন করতে গেলে ওবিসি এবং জেনারেল কাস্ট এর ছাত্রছাত্রীদের ২৭০ টাকা পেমেন্ট করতে হবে । এসসি, এসটি দের ২০ টাকা পেমেন্ট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:-

এই শূন্য পদে আবেদন ০৯/০৩/২০২৪ তারিখ থেকে শুরু হবে আবেদন চলবে ৭/৪/২০২৪ তারিখ পর্যন্ত।

Wbp Sub Inspector Recruitment 2024 Notice Download:-

CLICK HERE

আরও পড়ুন:- Food Si Admit Card Download 2024, How To Download Food Si Admit Card

Official Website:- Click Here

আরও পড়ুন:- Wb Panchayat Recruitment 2024: প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Most Popular