Thursday, December 12, 2024
Homeট্রেন্ডিংWe Card: লক্ষীর ভান্ডার প্রকল্পের মত নতুন প্রকল্প চালু |We Card Online...

We Card: লক্ষীর ভান্ডার প্রকল্পের মত নতুন প্রকল্প চালু |We Card Online Apply

পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো বিধানসভা ভোটে জয়লাভ করলে এই প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেই মতো বিধানসভা ভোটে জয়লাভ করে বাংলার মা-বোনদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন । এই প্রকল্পে জেনারেল এবং ওবিসি হলে ৫০০ টাকা করে দেওয়া হতো এবং SC, ST দের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে । বর্তমানে লক্ষীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তার কোথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনদের জন্য আবারও একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে , প্রকল্পের নাম হল WE CARD এই প্রকল্পে মেয়েদেরকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। সুতরাং বছরে ১২০০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন মা বোনেরা । আমরা আজকে আলোচনা করব এই WE CARD প্রকল্পটি সম্পর্কে

WE CARD প্রকল্পের আবেদন পদ্ধতি:-

এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতে আবেদন করা যায়, অফলাইনে আবেদন করতে গেলে আপনার বাড়িতে তৃণমূলের সদস্যরা একটি ফর্ম নিয়ে আসবে এবং সেই ফর্মটি তারা ফিলাপ করে সেখান থেকে একটি কার্ড আপনাদেরকে দিয়ে যাবে।
আর অনলাইনে আবেদন করতে গেলে আপনারা নিজেরাই মোবাইল থেকে সেই কাজটি করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য

স্টেট ১-
প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন tmcwecard.com তাহলেই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে পৌঁছে যাবেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স্টেপ ২-
এবার ওয়েবসাইটের ভেতরে প্রথমেই দেখতে পাবেন একটি ব্যানার WE CARD লেখা রয়েছে এবং সেখানে সাইন আপ বলে একটি অপশন রয়েছে , সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন

WE CARD SIGN UP

স্টেপ ৩-
এবার আপনার কিছু ডিটেলস আপনাদেরকে দিতে হবে প্রথমে আপনার নাম, তারপর মোবাইল নাম্বার ,তারপর আপনার জেন্ডার ,আপনি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা কিনা, আপনার জন্ম তারিখ ,হোয়াটসঅ্যাপ নাম্বার ,আপনার ঠিকানা ,জেলার নাম ,বিধানসভার নাম দিয়ে সাবমিট করে দেবেন

WE CARD FORM FILL UP

স্টেপ ৪-
সাবমিট করার সাথে সাথেই আপনার একটি কার্ড জেনারেট হয়ে যাবে সেই কার্ডে কিছু ইউনিক নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার গুলি ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে

স্টেপ ৫-
ওই কার্ডের ঠিক নিচেই দেখবেন একটি ডাউনলোড করার অপশন রয়েছে সেই ডাউনলোড অপশন এ ক্লিক করে আপনি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন

সুবিধা কি পাওয়া যাবে :-

এই কার্ডটি করলে আপনারা প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন । বছরে ১২০০০ টাকা পাবেন

যোগ্যতা কি প্রয়োজন :-

এই কার্ডটি বর্তমানে যে কেউ করতে পারবে, তবে এই কার্ডটি কেবলমাত্র মেয়েদের জন্যই ,সব মেয়েরাই এটি আবেদন করতে পারবেন কোনো বয়সসীমা বলা নেই

কারা আবেদন করতে পারবে:-

এই কার্ডটি করার জন্য কেবলমাত্র মেঘালয় রাজ্যের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, এটি এখনো পশ্চিমবঙ্গে শুরু হয়নি পশ্চিমবঙ্গের শুরু হলে আপনাদেরকে পরবর্তী সময়ে ইনফরমেশন জানিয়ে দেব।

মূলত মেঘালয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট রয়েছে ,সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল সরকার । সেই ভোটে যদি তৃণমূল সরকার জয়ী হয় তাহলে সেই রাজ্যে এই প্রকল্পটি চালু করবে এই রকম প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোটে জেতার পরেই এই টাকাটি সেই রাজ্যের মেয়েদেরকে দেওয়া হবে।

অনলাইন আবেদন করতে এখানে হাত দিনCLICK HARE

OFFICIAL WEBSITE LINK –CLICK HARE

Most Popular