Wednesday, December 11, 2024
Homeট্রেন্ডিংনিম্নচাপ সৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা | Weather Update...

নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা | Weather Update Today

Weather Update Today: বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এখন পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় এলাকা থেকে কম চিহ্নিত হয়ে পড়েছে।

তবে এর প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি। নিম্নচাপ সিস্টেমের সঙ্গে সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ ছত্তিশগড় এবং আশেপাশের অঞ্চলে অবস্থান করছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে, যা এর প্রভাবকে আরও বাড়াচ্ছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার।

আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া (Alipur Weather Update) দপ্তর থেকে জানিয়েছে যে আজ দিনভর বৃষ্টি হবে।

কোনো কোনো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বুধবার কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। 

এর পাশাপাশি আজ থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং-সহ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গের জেলার পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কত তাপমাত্রা? 

আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। ঐদিন তাপমাত্রার পরিমাণ স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম ছিল।

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং ন্যূনতম ৭০ শতাংশ।

আরও পড়ুন: ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension

আরও পড়ুন: মাসে ১০০০ থেকে ২ লক্ষ টাকা পেনশন দিচ্ছে সরকার, এক্ষুনি আবেদন করুন | NPS Pension Scheme

Most Popular