Friday, November 22, 2024
Homeটেক নিউজCaste Certificate Manual To Digital: পুরোনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট...

Caste Certificate Manual To Digital: পুরোনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন

বর্তমানে কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) থাকলে রাজ্য বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ,চাকরি বা সাধারণ জীবন যাপনে বেশ কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়। আপনারা বহুদিন থেকেই সেই সুযোগ-সুবিধা পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট করে আসছেন।

প্রথমে আমাদের দেশ তথা রাজ্য এত প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে ছিল না, ফলে প্রথমে যখন কাস্ট সার্টিফিকেট করা হতো হাতে লিখে কাগজের কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো। বর্তমানে ডিজিটাল যুগ সমস্ত ডকুমেন্ট, কাগজপত্র ডিজিটাল। সেরকমই কাস্ট সার্টিফিকেট ও বর্তমানে সরকার সবাইকেই ডিজিটাল দিচ্ছে অর্থাৎ কম্পিউটার প্রিন্টিং এর মাধ্যমে নতুন কাস্ট সার্টিফিকেট দিচ্ছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ফলে যাদের কাছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, তাদের ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কথা মাথায় রেখেই সরকার সীদ্ধান্ত নিয়েছে যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা খুব সহজেই অনলাইনে বিনামূল্যে আবেদন করে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করিয়ে নিতে পারবেন।

কিভাবে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের (Digital Caste Certificate) জন্য আবেদন করবেন সেই পদ্ধতিটাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব।

👉পুরোনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেটের আবেদন:-

১) সবার প্রথম গুগলে গিয়ে সার্চ করুন castecertificatrwb.gov.in

২) তারপর আপনার সামনে মূল ওয়েবসাইট খুলে যাবে, ওয়েবসাইটের ভেতর মেনুর মধ্যে BACKLOG CERTIFICATE অপশন এ ক্লিক করুন

৩) তারপর APPLY FOR DIGITIZE CERTIFICATE FOR SC/ST/OBC অপশনে ক্লিক করুন

৪) তারপর আবেদন করার মূল ফর্ম খুলে যাবে

৫) এবার আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটের নাম্বার ,কবে কাস্ট সার্টিফিকেট হয়েছে , কোন অফিস কাস্ট সার্টিফিকেট দিয়েছে , আপনি কোন কাস্টের, সাব কাস্টের নাম কি লিখতে হবে

৬) তারপর আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, রেশন কার্ড নাম্বার ও ফোন নাম্বার বসাবেন

৭) তারপর আপনার জেলার নাম, মহকুমার নাম, পুলিশ স্টেশনের নাম, পোস্ট অফিসের নাম, পৌরসভা অথবা ব্লকের নাম, ওয়াড নাম্বার অথবা গ্রাম পঞ্চায়েত নাম, পিন কোড বসাবেন ফর্মের নির্দিষ্ট ঘরে

৮) তারপর ১০০ কেবির মধ্যে পুরোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং ৫০ কেবির মধ্যে আবেদন কারির রঙিন ছবি আপলোড করতে হবে

৯) সর্বশেষ ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করতে হবে,তাহলে আপনাকে একটি এপ্লিকেশন নাম্বার দিবে যেটি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে আপনার কাজে লাগবে । তাহলেই আপনার আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে

SEE MORE: Samudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন শুরু

👉 স্ট্যাটাস কিভাবে চেক করবেন:-

১) সবার প্রথম গুগলে গিয়ে সার্চ করুন castecertificatrwb.gov.in

২) তারপর আপনার সামনে মূল ওয়েবসাইট খুলে যাবে, ওয়েবসাইটের ভেতর মেনুর মধ্যে BACKLOG CERTIFICATE অপশন এ ক্লিক করুন

৩) তারপর CHECK APPLICATION STATUS FOR DIGITIZE CERTIFICATE অপশনে ক্লিক করুন

৪) এবার আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার বসাতে হবে, আবেদন করার শেষে আপনাকে যে নাম্বারটি দিয়েছিল সেই নাম্বারটি বসিয়ে সার্চ করবেন, তাহলেই আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে দেখিয়ে দেবে।

👉 কাস্ট সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন?

অনলাইনে আবেদন করার পর যখন আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে যাবে তারপর

১) সবার প্রথম গুগলে গিয়ে সার্চ করুন castecertificatrwb.gov.in

২) ওয়েবসাইটের ভিতর APPLICANT অপশনে ক্লিক করবেন

৩) তারপর DOWNLOAD CERTIFICATE অপশন এ ক্লিক করবেন

৪) তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার নাম বসিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশন এ ক্লিক করবেন তাহলেই আপনি খুব সহজেই আপনার পুরনো সার্টিফিকেট এর বদলে নতুন ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন

☑️ পুরোনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন – Click Here

☑️ অফিসিয়াল ওয়েবসাইট – https://www.castcertificatewb.gov.in/digitize

SEE MORE: Lakhir Bhandar: ১০০০,১২০০ টাকা এবার থেকে মহিলারা পাবে

Most Popular