Sunday, October 6, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পFree Ration : নতুন বছর জানুয়ারি মাসে কোন কার্ডে কত রেশন পাবেন...

Free Ration : নতুন বছর জানুয়ারি মাসে কোন কার্ডে কত রেশন পাবেন লিস্ট দেখুন

নতুন বছর ২০২৩ সাল থেকে রেশনের পুরো সিস্টেম পরিবর্তন হয়ে গেল। ২০২৩ সালে জানুয়ারি মাস থেকে সমস্ত কার্ডের রেশন সামগ্রী বরাদ্দের পরিমাণ কমে গেলো ভারতবর্ষে ।যদিও পশ্চিমবঙ্গবাসীর জন্য জানুয়ারি মাসে রেশনের পরিমাণ একই থাকবে। ২০২৩ সাল জানুয়ারি থেকে ফ্রি রেশন দেওয়ার নিয়ে দুটি ঘোষণা করা হয়েছে 

১) ২০২৩ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত সব ভারতবাসী কে ফ্রিতে রেশন দেওয়া হবে 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২) প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্পটি (PMGKY) বন্ধ করে দেওয়া হবে 

এর ফলে কোন কার্ডে কত পরিমান আপনারা মাল পাবেন রেশনে আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

AAY:-

যদি আপনার কাছে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণে খাদ্যশস্য আপনারা জানুয়ারি মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে পেয়ে যাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল২১ কেজি পরিবারপিছু
পুষ্টিকর আটা 
অথবা
গম
১৩ কেজি ৩০০ গ্রাম 

১৪ কেজি পরিবারপিছু
চিনি১ কেজি ( ১৩.৫০ টাকা কেজি দরে কিনতে হবে)

এরই সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্পে বিনামূল্যে রেশন পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল৩ কেজি ৭৫০ গ্রাম 
গম১ কেজি ২৫০ গ্রাম

এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, ২০২৩ সালে জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্নযোজনা প্রকল্পটি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, তাহলে জানুয়ারি মাসে গরীব কল্যাণ প্রকল্পের মাল পশ্চিমবঙ্গের রেশন কার্ড ধারীরা কেন পাবে? 

এর উত্তর হল যখন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্নযোজনা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছিল তখন এক মাসের মাল দেওয়া হয়নি। যেহেতু এক মাস কম মাল দেওয়া হয়েছিল সেই কারণে সেই মাসটি পসিয়ে দেওয়ার জন্য ২০২৩ সালেও জানুয়ারি মাসে গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্পের অতিরিক্ত মাল দেওয়া হবে

READ MORE:- Free Ration: নতুন বছর থেকে বন্ধ হয়ে গেলো ফ্রি রেশন পরিষেবা

SPHH:-

যদি আপনার কাছে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত (SPHH) রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য জানুয়ারি মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল৩ কেজি মাথাপিছু
পুষ্টিকর আটা 
অথবা
গম
১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু

২ কেজি মাথাপিছু

সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্পে বিনামূল্যে রেশন পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল৩ কেজি ৭৫০ গ্রাম 
গম১ কেজি ২৫০ গ্রাম

PHH:-

যদি আপনার কাছে অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড(PHH) থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য জানুয়ারি মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল৩ কেজি মাথাপিছু
পুষ্টিকর আটা 
অথবা
গম
১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু

২ কেজি মাথাপিছু

সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্পে বিনামূল্যে রেশন পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল৩ কেজি ৭৫০ গ্রাম 
গম১ কেজি ২৫০ গ্রাম

READ MORE:- Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব

RKSY-1 :-

যদি আপনার কাছে RKSY-1  রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য জানুয়ারি মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল২ কেজি মাথাপিছু 
পুষ্টিকর আটা 
অথবা
গম
২ কেজি ৮৫০ গ্রাম মাথাপিছু 

৩ কেজি মাথাপিছু

গম অপর্যাপ্ত থাকলে সমান পরিমাণ চাল পাবেন অর্থাৎ গম ৩ কেজির বদলে ৩ কেজি চাল দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে একটি কার্ডে চাল মোট ৫ কেজি পাবেন

RKSY-2 :-

যদি আপনার কাছে RKSY-2 রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য জানুয়ারি মাসে রেশন দোকান থেকে বিনামূল্যে পাবেন

খাদ্যশস্য পরিমান 
চাল১ কেজি মাথাপিছু 
গম১ কেজি মাথাপিছু

গম অপর্যাপ্ত থাকলে সমান পরিমাণ চাল পাবেন অর্থাৎ গম ১ কেজির বদলে ১ কেজি চাল দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে একটি কার্ডে চাল মোট ২ কেজি পাবেন

জঙ্গলমহল, পাহাড় ,চা বাগান ,আয়লা অধ্যুষিত এলাকা ,সিঙ্গুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকার উপভোক্তারা বিশেষ প্যাকেজ এর অন্তর্ভুক্ত অতিরিক্ত বা ভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন

Most Popular