২০২০ সাল থেকে করোনার সময় থেকে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে চালু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা প্রকল্প (Pradhan Mantri Garib Kalyan Yojana) | দেশের ৮০ কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হতেন | এই প্রকল্পে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ডে (AAY, SPHH, PHH) চাল এবং গম মিলিয়ে পাঁচ কেজি করে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়া হতো |
অবশেষে এই প্রকল্পটি ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর বন্ধ হতে চলেছে | কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পটি ৩১ শে ডিসেম্বর পর আর চালু থাকবে না |
READ MORE:- We Card: লক্ষীর ভান্ডার প্রকল্পের মত নতুন প্রকল্প চালু |We Card Online Apply
এর ফলে বিপাকে পড়বেন দরিদ্র সীমার নিচে থাকা রেশন কার্ড ধারীরা | প্রসঙ্গত বলে রাখি ২০২০ সালে করোনার সময় থেকে এই প্রকল্পটি যখন চালু হয়েছিল যাদের অন্তদোয় অন্য যোজনা (AAY), বিশেষ অগ্রাধীকার (SPHH), অগ্রাধীকার (PHH) ক্যাটাগরির কার্ড রয়েছে তারা প্রতি মাসে অতিরিক্ত চাল এবং গম মিলিয়ে পাঁচ কেজি করে খাদ্যশস্য পেতেন | প্রথমে এটি ছয় মাসের জন্য চালু করা হয়েছিল | পরবর্তী সময়ে আবারও ছ মাস বাড়ানো হয়েছিল | এইভাবে পর্যায়ক্রমিকভাবে এই প্রকল্পটির ডেট বাড়িয়ে বাড়িয়ে অবশেষে ২০২২ এর ৩১শে ডিসেম্বরে সমগ্র ভারতবর্ষে বন্ধ হয়ে যাবে |
READ MORE:- Awas Plus List West Bengal 2023|ঘরের লিস্ট কিভাবে দেখব |প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব
তবে এই প্রকল্পটি বন্ধ হওয়ার সাথে সাথেই কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২৩ এর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ফ্রি রেশন এক বছর দেওয়ার ঘোষণা করা হয়েছে। এক বছর ফ্রি রেশন দেওয়া হবে এই কথার অর্থ কি?
করোনার আগে থেকে যে রেশনগুলি দেওয়া হতো সেই রেশনগুলি পশ্চিমবঙ্গ তথা সমগ্র রাজ্যের উপভোক্তাদের ২ টাকা কেজি চাল ও ৩ টাকা কেজি গম এই মূল্যে কিনতে হতো | যদিও পশ্চিমবঙ্গের উপভোক্তাদের এই টাকা দিয়ে রেশন কিনতে হয় না কারণ পশ্চিমবঙ্গের উপভোক্তাদের হয়ে রাজ্য সরকার এই টাকাগুলি কেন্দ্রকে দিয়ে থাকে কিন্তু অন্যান্য রাজ্যে ২ টাকা কেজি চাল ও ৩ টাকা কেজি গম কিনতে হয় |
READ MORE:- Krishak Bandhu New Prakalpa: প্রত্যেক কৃষক পাবে ৩২০০০০ টাকা ,এক্ষুনি আবেদন করুন