Wednesday, December 11, 2024
Homeট্রেন্ডিংBudget 2024 : বাজেটে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো...

Budget 2024 : বাজেটে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো দেখুন

Budget 2024: প্রতি বছর যখন বাজেট পেশ হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ তাকিয়ে থাকে কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো । ২৩ শে জুলাই ২০২৪ তারিখে মোদি সরকারের তৃতীয় বারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামমনের প্রস্তাবিত বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো কোন কোন জিনিসের দাম বাড়লো

SEE MORE:- krishak bandhu online apply , krishak bandhu online registration

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কোন কোন জিনিসের দাম কমলো (Budget 2024) :-

১) মোবাইল ফোন এবং মোবাইল চার্জার:- মোবাইল এবং মোবাইলের যন্ত্রাংশের উপর ১৬% কর ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর ফলে মোবাইল ফোন এবং মোবাইল ফোনের যন্ত্রাংশের দাম কমবে

২) সোনা, রুপো এবং প্লাটিনাম:- বহুমূল্য সোনা ও রুপোর অন্ত:শুল্ক ৬ % কমানো হলো, প্লাটিনাম ধাতুর অন্ত:শুল্ক ৬.৫% কমানো হলো

৩) মারন রোগ ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনীয় তিনটি ওষুধের উপর বহিঃশুল্ক তুলে নেওয়া হল।

৪) সৌর প্যানেল নির্মাণে ব্যবহৃত সামগ্রীর দাম কমানো হলো

৫) ই-কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে।

SEE MORE:- Icds Recruitment 2024: ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, আবেদন পদ্ধতি দেখুন

৬) ফেরোনিকেট, ব্লিস্টার কপার এর উপর বহি:শুল্ক তুলে নেওয়া হলো

৭) ক্যামেরার লেন্স এর দাম কমানো হলো

৮) লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমলো

৯) বৈদুতিক গাড়ির দাম কমলো

কোন কোন জিনিসের দাম বাড়লো দেখুন (Budget 2024) :-

১) প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট এর অন্তঃশুল্ক বৃদ্ধি করা হলো ১০ থেকে ১৫ শতাংশ। এর ফলে প্লাস্টিকের জিনিসের দাম বাড়তে পারে।

২) কিছু টেলিকম সামগ্রির উপর কর ১০-১৫ % বাড়ানো হলো

৩) যারা ১২ মাসের বেশি শেয়ার ধরে রাখেন তাদের কর ২.৫ % বেশি দিতে হবে

SEE MORE:- Police Clearance Certificate Online Apply : pcc.wb.gov.in

Most Popular