Tuesday, December 3, 2024
Homeচাকরিপঞ্চায়েত দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে | Wb Panchayat Recruitment...

পঞ্চায়েত দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে | Wb Panchayat Recruitment 2024

Wb Panchayat Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (Panchayat Apply Online Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

পোস্টের নামঃ

কোনো একটি নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে না। বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যেমন – গ্রুপ ডি পিয়ন, সহায়ক সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার ইত্যাদি। আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

মোট শুন্যপদঃ

এখানে ৬,৫৫২ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই নিয়োগ হবে।

রাজ্যের জেলাভিত্তিক শূন্যপদের লিস্ট (Wb Panchayat Recruitment 2024):-

1) Hooghly – 606
2) South 24 Parganas – 516
3) Bankura – 660
4) North 24 Parganas – 566
5) North Dinajpur – 100
6) Darjeeling – 65
7) East Burdwan – 318
8) Nadia – 144
9) West Burdwan – 123
10) East Midnapore – 329
11) West Midnapore – 560
12) Birbhum – 147
13) Purulia – 405
14) Alipurduar – 181
15) Darjeeling – 366
16) Jalpaiguri – 146
17) Howrah – 442
18) Cooch Behar – 200
19) Murshidabad – 178
20) Jhargram – 225
21) South Dinajpur – 184
22) Kalimpong – 169
23) Malda – 138

বয়সসীমাঃ

যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীরা
এই পদগুলোতে (Panchayat Apply Online Recruitment 2024) আবেদন জানাতে পারবে। বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদনের যোগ্য। ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে।

আরও পড়ুন: ICDS এর মতো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, এক্ষুনি আবেদন করুন | Icds Recruitment 2024

বেতনঃ

এখানে (Panchayat Apply Online Recruitment 2024) বিভিন্ন পদে কর্মী নিয়োগ হওয়ায় আলাদা আলাদা পদের জন্য নির্দিষ্ট বেতন পরিকাঠামো রয়েছে।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই সঠিক পদ্ধতি অনুসরণ করুন এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।

কবে অনলাইনে আবেদন হবে:-

বর্তমানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আপনারা বর্তমানে রেজিস্ট্রেশন করতে পারবেন । রেজিস্ট্রেশনের পর আলাদা আলাদা পোস্টে আবেদন শুরু হবে আলাদা আলাদা পোস্টে ।

আবেদন আশা করা যায় দুর্গাপুজোর আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে । পরবর্তী সময়ে যখন ফর্ম ফিলাপ শুরু হবে আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো।

Official Website:- CLICK HERE

NOTICE DOWNLODE LINK:- CLICK HERE

APPLY ONLINE:- CLICK HERE

আরও পড়ুন: ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ , অনলাইনে আবেদন করুন | Food Department Recruitment 2024

Most Popular