Pm Kisan Mandhan Yojana: ভারতের বিভিন্ন নাগরিকদের জন্য কেন্দ্র সরকার প্রায়ই বিভিন্ন প্রকল্পের সৃষ্টি করে থাকে।
ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। এই দেশের বেশিরভাগ মানুষই কৃষিজীবী তাই কৃষকদের জন্য যে প্রকল্পগুলোর সৃষ্টি করা হয়েছে তারমধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।
প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে কৃষকরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবে। এবার প্রশ্ন হল যে এই প্রকল্পটিতে নিজের নাম লেখাতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন? কিভাবে আবেদন করতে হবে? প্রভৃতি প্রশ্নের উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
এই স্কিমটি খুলতে গেলে যে ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে সেগুলি হল:-
১) আধার কার্ড
২) পরিচয়পত্র
৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
৪) ঠিকানার প্রমাণ
৫) মোবাইল নম্বর
৬) পাসপোর্ট সাইজ ছবি।
প্রধানমন্ত্রী কিষাণ মানধন প্রকল্পের জন্য যোগ্যতার মানদণ্ড:-
১) পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার মধ্যে হতে হবে।
২) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
৩) করদাতা হওয়া যাবে না।
৪) EPFO, NPS, বা ESIC-র নাম নথিভুক্ত থাকলে চলবে না।
৫) ২ হেক্টর পর্যন্ত জমি থাকতে হবে আবেদনকারীর নামে।
৬) আবেদনকারীর নিজস্ব মোবাইল ফোন, আধারকার্ড এবং ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
আরও পড়ুন:- Pmkisan New Update: কৃষকরা ১২০০০ টাকা পাবে, ভোটের আগেই বড়ো ঘোষণা হতে চলেছে
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কিভাবে আবেদন করবেন (Pm Kisan Mandhan Yojana)?
প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় দুইভাবেই আবেদন করা যাবে। অফলাইন এবং অনলাইন এর মাধ্যমে প্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের পদ্ধতি (Pm Mandhan Yojana Apply Online):-
১) অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষাণ মানধন যোজনায় আবেদন করতে গেলে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটি হল: https://maandhan.in/
২) এরপর “সেলফ এনরোলমেন্ট” এ ক্লিক করুন৷
৩) এরপর নিজের মোবাইল ইনপুট করলে ওই নম্বরে একটি OTP আসবে। ওই OTP টি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন৷
4) ওই অনলাইনে থাকা ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং জমা দিন।
অফলাইনে আবেদন করবেন কীভাবে?
১) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাকে প্রথমে আপনার নিকটতম জনসেবা কেন্দ্রে (জেএসসি কেন্দ্র) যেতে হবে।
২) প্রয়োজনীয় নথি জমা দিয়ে এই স্কিমের জন্য নিজের নাম রেজিস্ট্রেশন করুন।
৩) আপনার প্রদান করা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাসিক ই-ম্যান্ডেটের মাধ্যমে প্রিমিয়াম কাটা হবে।
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হল একটি সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতিমাসে কিছু কিছু করে টাকা সঞ্চয় করবেন। এবং তার যখন ষাট বছর বয়স হবে তখন কেন্দ্র সরকার তাকে প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেবে।
প্রিমিয়াম হিসেবে আবেদনকারী কে প্রতিমাসে ৫৫ থেকে ২০০ এর মধ্য অংকের টাকা জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
OFFICIAL WEBSITE:- CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online
আরও পড়ুন:- পুজোতে ৬০০০ টাকা বোনাস দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা | Puja Bonus
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |