Bangla Awas Yojana List: এবার সবাই পাবে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা।
খুব শিগগিরই বাড়িতে আধিকারিকরা পৌঁছে যাবে তথ্য যাচাই করার জন্য । প্রকল্পটির নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলা আবাস যোজনা করা হল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উদ্যোগ। এই খাতে সম্পূর্ণ টাকা রাজ্য সরকার নিজেরা দেবে | প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে গ্রামবাংলায় তিন কোটি বাড়ি তৈরি হতে চলেছে।
তৃতীয় দফায় নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি বাড়ি তৈরি করা হবে বলে ঘোষণা করেছিলেন।
এখন এই বাড়ি তৈরিরই প্রস্তুতি চলছে। এই আবাস যোজনার তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের।
কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গে বর্তমানে কোন বাড়ি দেওয়া হচ্ছে না । কেন্দ্র সরকার সম্পূর্ণ টাকা বন্ধ করে রেখে দিয়েছে।
এর ফলের দুর্ভোগে পড়েছেন পশ্চিমবঙ্গের আমজনতারা ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাহায্যার্থে ঘোষণা করেছিলেন যদি কেন্দ্র সরকার বাড়ি তৈরীর টাকা না দেয় রাজ্য সরকার বাড়ি তৈরি টাকা দেবে।
সেইমত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বদলে পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করা হয়েছে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের সঠিক তথ্য যাচাই করে সঠিক উপভোক্তাদের বাড়ির টাকা দেবে।
কত টাকা দেবে (Bangla Awas Yojana List)?
মূলত সমতল এলাকার উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য ১২০০০০ টাকা দেবে এবং পার্বত্য এলাকার উপভোক্তাদের বাড়ি তৈরি করার জন্য ১৩০০০০ টাকা দেবে।
মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে ৬০ হাজার প্রথমে দেওয়া হবে, তারপর ৪০ হাজার টাকা দেওয়া হবে , তারপর ২০ হাজার টাকা দেওয়া হবে।
কবে টাকা দেওয়া হবে:-
বর্তমানে খুব শিগগিরি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে । বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে কারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য ।
তারপর ফাইনাল লিস্ট তৈরি করা হবে। যাদের লিস্টে নাম থাকবে তাদের প্রথম কিস্তির টাকা ২০২৪ সালের ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana
বাড়ি তৈরির টাকা পাওয়ার শর্ত (Bangla Awas Yojana List ):-
বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সেগুলি হল-
১) বাড়িতে তিন বা চার চাকার গাড়ি ,তিন বা চার চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না ।
২) যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন ( Income Tax) সেই পরিবার বাড়ির টাকা পাবে না ।
৩) মাসিক ১৫০০০ টাকার বেশি আয় করে এরকম পরিবার বাড়ির টাকা পাবে না
৪) যাদের ৫ একর এর বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও বাড়ির টাকা পাবে না।
৫) যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না।
৬) পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবে না
৭) বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি বা অন্য কোন সরকারি ঘর থাকলে পাবে না
৮) উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলেও পাবে না
৯) উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না
১০) কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ ৫০০০০ টাকার উপরে থাকলে পাবে না।
১১) বাড়িতে মাছ ধরার বোট থাকলেও পাবে না
১২) নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড ফোন থাকলে পাবে না ।
১৩) পরিবারে কেউ সরকারি চাকরি করলে পাবে না ।
১৪) কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও পাবে না
কিভাবে যাচাই এর কাজ হবে:-
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তালিকা তৈরীর জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছেন থানার ওসিদের। গ্রাম পঞ্চায়েত স্তরে একটি দল তৈরি করা হবে। ওই দলটির সদস্য পদে থাকবেন বিভিন্ন সরকারি আধিকারিকরা।
প্রথমে পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির জন্য একটি তালিকা দেওয়া হবে ওই সরকারি আধিকারিকদের হাতে। ওই আধিকারিকরা তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়ি গিয়ে সার্ভে করতে পারবেন।
গ্রাম সভা থেকে ওই আধিকারিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্পর্কে আলোচনা করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে রেখে দিতে হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ করার পরেও তিনটি পর্বে সার্ভে করা হবে।
বিডিও, মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছামত সময় করে তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়ি গিয়ে যাচাই করতে পারবেন।
এর পাশাপাশি জেলা স্তরের আধিকারিকরাও এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন। তবে যদি কোনো ব্যক্তির এই আবাস যোজনার তালিকা সম্পর্কে অভিযোগ থাকে তাহলে সহজেই অভিযোগ জানাতে পারবেন।
প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগ জানানোর জন্য একটি বক্স থাকবে সেই বক্সে অভিযোগ পত্রটি রেখে দিতে হবে। শনি, রবিবার বাদ দিয়ে যে কোনো দিন এই অভিযোগ পত্রটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরিতে কোনো ব্যক্তি যাতে প্রভাবিত না হয় সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন ।
তালিকাকে অস্বচ্ছ তা হয়েছে এটি প্রমাণ হয় তাহলে সরকারি কর্মীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। এই শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারে বলে রাজ্যের বিভিন্ন আধিকারিকদের সতর্ক করেছে নবান্ন।
আরও পড়ুন:- টয়লেট বানাতে ১২০০০ টাকা দিচ্ছে মোদি, অনলাইনে আবেদন করুন |Toilet Online Apply Gramin
আরও পড়ুন:- পুরুষদের জন্য খুশির খবর! প্রতি মাসে ১০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্পে!
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |