Toilet Online Apply Gramin: কিছুদিন আগে শেষ হয়েছে লোকসভা ভোট। এই ভোটে জয় যুক্ত হয়ে নিজেদের সিংহাসন দখল করে নিয়েছে এনডিএ দল (BJP)।
প্রধানমন্ত্রীর দায়িত্বভার আবারো তুলে নেওয়ার পর ভারতবাসীর জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে নরেন্দ্র মোদি (Narandra Modi)।
ভারতবাসীদের উন্নয়নের স্বার্থে একাধিক নতুন প্রকল্প (Central Govt New Scheme) যে প্রকল্পগুলি কেন্দ্র সরকার নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম হল শৌচালয় প্রকল্প।
বাড়িতে শৌচালয় ছাড়া দৈনন্দিন জীবন ভালোভাবে কাটানো সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলি বাড়িতে শৌচালয় তৈরি করার মত আর্থিক সক্ষম নয়।
তাই এইসব পরিবারগুলোর জন্য কেন্দ্র সরকার শৌচালয় তৈরীর জন্য আর্থিক সহায়তা দান করে থাকে। একটি শৌচালয় বানানোর জন্য এককালীন বারো হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১) এপিল অথবা বিপিএল ডিজিটাল রেশন কার্ড
২) ভোটার কার্ড
৩) আধার কার্ড
৪) ব্যাংকের পাসবই
৫) মোবাইল নম্বর
৬) এসসি, এসটি, ওবিসি কার্ড।
আরও পড়ুন:- লক্ষীর ভান্ডার অতীত, এবার মেয়েদের ১০০০০ টাকা দিবে | Subhadra Yojana
আবেদন করার শর্ত (Toilet Online Apply Gramin):-
১) অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৩) এস সি এস টি ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৪) যে পরিবারের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তারা এই প্রকল্পের অগ্রাধিকার পাবেন।
৫) গভমেন্ট কে আয়কর দেয় এমন ধরনের কর্মচারীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদন পদ্ধতি:-
১) প্রথমেই এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিটিজেন কর্নার থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইএইচএইচএল অপশনটিতে ক্লিক করতে হবে।
২) নিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করলে ফর্মটি আপনার সামনে ওপেন হবে।
৩) ফর্মটি কে নির্ভুলভাবে পূরণ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি স্ক্যান করার পরে সাবমিট করলেই আবেদনপত্র জমা দেওয়ার কাজ শেষ হবে।
৪) আবেদনপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হলে ব্লক বা ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে একটি আধিকারিক আপনার হোম ভিজিট করতে আসবেন।
৫) সমস্ত তথ্যের সত্যতা প্রমাণ হলে তারপর আপনি শৌচালয় করার জন্য গর্মেন্টের তরফ থেকে ১২০০০ টাকা পাবেন।
ONLINE APPLY LINK:- CLICK HERE
আরও পড়ুন:- ই শ্রম কার্ড থাকলে ৩০০০ টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী| E Shram Card 3000 Pension
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |