Wednesday, December 11, 2024
Homeটেক নিউজবেতন বাড়লো সরকারি কর্মীদের, পুজোর আগে বড়ো সুখবর | West Bengal Salary...

বেতন বাড়লো সরকারি কর্মীদের, পুজোর আগে বড়ো সুখবর | West Bengal Salary Hike

West Bengal Salary Hike: দুর্গাপূজার ঠিক আগে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বড়ো খবর আসল। তবে, রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়, এই সুখবর এসেছে বাংলা সহায়তা কেন্দ্রের (Bangla Sahayata Kendra) কর্মীদের জন্য।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের (Data Entry Oerator) বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত এই কর্মীরা মাসে ১৪,৩৮০ টাকা করে পারিশ্রমিক পেতেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বেতন বৃদ্ধি করে ১৬,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, বেতনের পরিমাণ ১৬২০ টাকা বেড়েছে। এই বাড়তি বেতন কার্যকর হবে চলতি অক্টোবর মাস থেকেই (West Bengal Salary Hike)।

তাছাড়া, ২০২৫ সালের জুলাই মাস থেকে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির (BSK Salary Hike) সম্ভাবনাও রয়েছে, যা কর্মীদের মধ্যে আরও আশার আলো জাগিয়েছে। পুজোর আগে এই ঘোষণা কর্মীদের মধ্যে খুশির হাওয়া নিয়ে এসেছে।

আরও পড়ুন:- পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে কিভাবে জমা করবেন দেখুন | Panchayat Tax Payment Online

আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা ভাতা সব কৃষকদের দিচ্ছে | অনলাইনে আবেদন করুন | PM Kisan Mandhan Yojana

Most Popular