Caa Online Application: অবশেষে দেশজুড়ে কার্যকর হলো সিএএ ( CAA) নাগরিকত্ব সংশোধনী আইন । ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন লোকসভা ভোটের আগেই ভারতবর্ষ জুড়ে সিএএ কার্যকর হবে । ২০১৯ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এটি আইনে পরিণত হয়েছিল ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার বলেছেন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইনটি তৈরি করা হয়নি। এই আইনটি নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তবুও আমজনতার মনে নানান প্রশ্ন বা সংশয় ঘুরপাক খাচ্ছে । আজকের এই প্রতিবেদনে আমরা এই সিএএ আইন সম্পর্কে বিস্তারিত জানবো। কিভাবে আবেদন করতে হবে, শর্ত কি রয়েছে
আরও পড়ুন:- Civic Volunteer Recruitment 2024: মাধ্যমিক পাসে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ২০২৪
সিএএ টি:-
২০১৯ সালে সিএএ সংসদে পাস হয়েছিল এবং তা আইনেও পরিণত হয়। সিএএ আইনে বলা হয়েছে ২০১৪ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, কিম্বা বাংলাদেশ থেকে যে সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিক এবং পারসিরা ভারতে চলে এসেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
যারা ইতিমধ্যেই ভারতের নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে?
যারা ইতিমধ্যেই ভারতের নাগরিক তাদের জন্য সিএএ কার্যকর নয়। সিএএ শুধুমাত্র বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন। অর্থাৎ যারা ইতিমধ্যেই ভারতের নাগরিক রয়েছে তাদের সঙ্গে সিএএ আইনের কোন সম্পর্ক নেই। কোন ব্যক্তি হিন্দু কিংবা মুসলিম বা অন্য যেকোনো ধর্মেরই হোক না কেন তিনি যদি ভারতের নাগরিক হন তাহলে তাকে সিএএ র আইনে নতুন করে নাগরিকত্ব নেওয়ার আবেদন জানাতে হবে না।
আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা
সিএএ এর জন্য কোথায় আবেদন করবেন?
সিএএ জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে । ভারত সরকার নির্দিষ্ট একটি ওয়েবসাইট খুলেছে সেই ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। ওয়েবসাইটের লিংক এই প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে।
সিএএ এর সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে ?
আপাতভাবে দেখলে এর সঙ্গে এনআরসির কোন সম্পর্ক নেই। দুটি ভিন্ন বিষয় দুটি ভিন্ন আইন । সিএএ হল নাগরিকত্ব সংশোধনী আইন এই আইনে প্রতিবেশী দেশগুলি থেকে আশা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিক ও পারসিদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । অন্যদিকে এনআরসি (NRC) হলো জাতীয় নাগরিকপঞ্জি । এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি । এই এনআরসি শুধুমাত্র আসাম রাজ্যে চালু হয়েছে বাকি রাজ্যে চালু হয়নি।
Online Apply:- CLICK HERE
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
আরও পড়ুন:- Pmkisan New Registration 2024|Pm Kisan New Apply Online 2024
আরও পড়ুন:- Wb Panchayat Job 2024: পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হলো, ১৬ হাজার টাকা মাসিক বেতন