Wednesday, December 11, 2024
HomeচাকরিWb Panchayat Job 2024: পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হলো, ১৬ হাজার টাকা...

Wb Panchayat Job 2024: পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হলো, ১৬ হাজার টাকা মাসিক বেতন

Wb Panchayat Job 2024: রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য খুবই খুশির খবর । সম্প্রতি রাজ্যে জেলাভিত্তিক নিয়োগ শুরু হয়েছে । ৩৩ টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। রাজ্যের জেলা জুড়ে মোট ৩৩টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে । পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, বয়স বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

নোটিশ নাম্বার: -01/DPHC/HZP/2024

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


পদের নাম– Homeopathic & Ayurvedic Medical officer ( হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার)।

শিক্ষাগত যোগ্যতা-

যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকা বাধ্যতামূলক । এর সঙ্গে হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদ চিকিৎসা বিষয় নিয়ে গ্রাজুয়েশন করা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

মাসিক বেতন-

১৬০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে এই পদে কর্মরত প্রার্থীদের।

আরও পড়ুন:- New Ration list: রমজান উপলক্ষে অতিরিক্ত রেশনে দিবে খাদ্য দপ্তর, লিস্ট দেখুন

বয়স সীমা-

আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী।

Wb Panchayat Job 2024 আবেদন পদ্ধতি-

সকল আবেদনকারীদের অফলাইন আবেদন পত্র জমা দিতে হবে । প্রতিবেদনের নিচেই form download করার লিংক দেওয়া রয়েছে । সকল তথ্য সঠিকভাবে পূরণ করে, নিজের সাম্প্রতিক একটি রঙিন ছবি লাগিয়ে স্বাক্ষর করে নিবেন । তারপর আবেদন পত্রটির সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র যুক্ত করে জমা করবেন নির্দিষ্ট ঠিকানা য়

আবেদনপত্র জমা করার ঠিকানা-

আবেদন পত্রটি জমা দেওয়ার আগে খামের উপর চাকরিপ্রার্থীদের ব্লক উন্নয়ন আধিকারিক অফিসের ঠিকানা লিখে নেবেন এবং নির্দিষ্ট জেলার ব্লক আধিকারিক (BDO) অফিসে আবেদন জমা করবেন।

আরও পড়ুন:- Icds Recruitment 2024 : ২৩ টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু! আবেদন করুন

গুরুত্বপূর্ণ তারিখ-

আবেদন জমা করার শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৪

Wb Panchayat Job 2024 Official Notice:-

DOWNLOAD

Official Website:-

CLICK HERE

আরও পড়ুন:- Group C Recruitment 2024: পৌরসভায় গ্রুপ সি নিয়োগ শুরু, অনলাইন আবেদন করুন

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা

Most Popular