Sunday, December 15, 2024
Homeটেক নিউজDelayed Birth Certificate : যে কোনো বয়সে জন্ম সার্টিফিকেট আবেদন করুন

Delayed Birth Certificate : যে কোনো বয়সে জন্ম সার্টিফিকেট আবেদন করুন

বর্তমান দিনে দাঁড়িয়ে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই জন্ম সার্টিফিকেট থাকা খুবই গুরুত্বপূর্ণ । সদ্যযাত্রা শিশু জন্মানোর পর থেকেই জন্ম সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা শিশুটি পেতে শুরু করে । এছাড়াও যাদের বয়স বর্তমানে বেশি তাদেরও যদি জন্ম সার্টিফিকেট না থাকে তাদেরকেও বর্তমানে জন্ম সার্টিফিকেট করে নেওয়া খুবই দরকার।


কারণ সরকার বর্তমানে জন্ম সার্টিফিকেটকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। কোন ব্যক্তির জন্ম সার্টিফিকেট না থাকলে সেই ব্যক্তির বিভিন্ন সরকারি পরিষেবা,নাগরিকত্ব, বিভিন্ন সরকারি কাগজপত্র পেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now


তাই আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব যদি এখনো কেউ জন্ম সার্টিফিকেট না করে থাকেন বেশি বয়সে কিভাবে আপনারা Delayed Birth Certificate জন্য আবেদন করবেন


Delayed Birth Certificate আবেদনের পদ্ধতি :-


১) সবার প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন janma-mrityutathya.wb.gov.in


২) তারপর আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইট খুলে যাবে


৩) তারপর Citizen Services অপশনে ক্লিক করুন


৪) তারপর Birth অপশনে ক্লিক করুন


৫) Delayed Birth Registration অপশনে ক্লিক করুন

Delayed Birth Certificate
Delayed Birth Certificate


৬) আপনার মোবাইল নাম্বার বসিসে, মোবাইল নাম্বারে আসা ওটিপি বসিয়ে লগ ইন করুন
তাহলেই আপনার সামনে ফর্ম পূরণের পেজটি খুলে যাবে

আরও পড়ুন :- Pm kisan 16 Installment Date 2024 : পিএম কিষানের টাকা কবে দিবে?


আইনগত তথ্য (Legal Information)


Information of the Child (শিশুর তথ্য ) :-


শিশুটির জন্মের তারিখ বসাবেন,লিঙ্গ, প্রথম নাম,নামের মধ্যাংশ,নামের শেষাংশ এবং সিঙ্গেল না জয়েন্ট জন্মগ্রহণ করেছে লিখবেন


Place of Birth (জন্মের স্থান) :-


শিশুটি কোথায় জন্মগ্রহণ করেছে হাসপাতালে না বাড়িতে না কোথায় উল্লেখ করবেন,রাজ্যের নাম,জেলার নাম, আরবান না রুরাল সিলেক্ট করবেন, ব্লক অথবা মিউনিসিপালিটি নাম সিলেক্ট করবেন,পঞ্চায়েতের নাম লিখবেন অথবা ওয়ার্ড এর নাম্বার লিখবেন, গ্রাম বা শহরের নাম লিখবেন ও পিন কোড বসাবেন


Father’s Information (পিতার তথ্য) :-


বাবার নাম ,মোবাইল নাম্বার, ডকুমেন্টস সিলেক্ট করে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে।


Mother’s Information (মাতার তথ্য) :-


মায়ের নাম, মোবাইল নাম্বার,যে কোন একটি ডকুমেন্ট সিলেক্ট করে ডকুমেন্টস এর নাম্বার লিখতে হবে সেই ডকুমেন্টসটি অনলাইনে আপলোড করতে হবে।

আরও পড়ুন :- Aadhaar Deactivated : আঁধার বাতিলের চিঠি বাড়িতে যাচ্ছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে কিনা চেক করুন


Present Address Of mother at the time of the child’s birth ( শিশুর জন্মের সময় মাথার ঠিকানা) :-


মায়ের পিন কোড,রাজ্যের নাম,জেলার নাম,ব্লক অথবা পৌরসভার নাম,গ্রাম এবং শহরের নাম দিতে হবে।


Permanent Address of mother ( মাতার স্থায়ী ঠিকানা) :-


মায়ের পিন কোড,রাজ্যের নাম,জেলার নাম,ব্লক অথবা পৌরসভার নাম,গ্রাম এবং শহরের নাম দিতে হবে।


Informant Information (সংবাদ দাতার তথ্য) :-


বাচ্চা জন্মানোর সংবাদদাতা কে তার ঠিকানা,পদ,রাজ্য,জেলা,পৌরসভা অথবা ব্লক, গ্রাম বা শহরের নাম লিখতে হবে।


Father’s and Mother’s Information (পিতা ও মাতার তথ্য) :-


ধর্ম,পিতার শিক্ষাগত মান,পিতার পেশা, মাতার শিক্ষাগতমান,মাতার পেশা লিখতে হবে


Other Information (অন্যান্য তথ্য) :-


প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত,বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত,এই সন্তানসহ মাতার জীবিত প্রসূত সংখ্যা কটি, প্রসবকালীন পরিচর্যা কে করেছে, প্রসবের পদ্ধতি কি ছিল,শিশুর জন্মের সময় শিশু ওজন কত ছিল, গর্ভের স্থিতি কাল কত ছিল লিখতে হবে


Upload Document:-


ফরম পূরণের সর্বশেষে ফর্ম নাম্বার ওয়ান ফিলাপ করে আপলোড করতে হবে এবং ডাক্তারের দেওয়া ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে এবং পারমিশন সার্টিফিকেট আপলোড করতে হবে এবং পেমেন্ট চালান আপলোড করতে হবে।
তারপর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাকে একটি একনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে এবং আপনার আবেদন করা শেষ হলো


জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড কিভাবে করবেন:-


অনলাইনে আবেদন করার পর ১৫ থেকে ৩০ দিন অপেক্ষা করবেন তারপর
১) সবার প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন janma-mrityutathya.wb.gov.in


২) তারপর আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইট খুলে যাবে


৩) তারপর Citizen Services অপশনে ক্লিক করুন


৪) তারপর Birth অপশনে ক্লিক করুন


৫) Download Certificate অপশনে ক্লিক করুন


৬) তারপর আপনার একনলেজমেন্ট নাম্বারটি বসিয়ে সার্চ করতে হবে ,যেই নাম্বারটি আপনি আবেদন করার সর্বশেষে পেয়েছিলেন


৭) তাহলে আপনার আবেদনটি যদি অফিস থেকে এপ্রুভ করে দেয় ডাউনলোড অপশন পাবেন ।ডাউনলোড অপশন এ ক্লিক করলে আপনি জন্ম সার্টিফিকেট (Delayed Birth Certificate) ডাউনলোড করে নিতে পারবেন

যে কোনো বয়সে জন্ম সার্টিফিকেট করার জন্য যে কাগজপত্র গুলি লাগবে সেগুলি হলো (Delayed Birth Certificate)

১) ফর্ম নং ১

২) ডিসচার্য সার্টিফিকেট

৩) পারমিশন সার্টিফিকেট

৪) পেমেন্ট চালান

☑️ ফর্ম নং ১ ডাউনলোড – Click Here

☑️ অনলাইন আবেদন ওয়েবসাইট লিংক – Click Here

আরও পড়ুন :- Birth Certificate Online Apply 2024 : জন্ম সার্টিফিকেট আবেদন করার নতুন পদ্ধতি দেখুন

Most Popular