Itbp Constable Recruitment 2024: ভারতীয় সেনার আইটিবিপি বিভাগের বেশ কিছু শূন্য পদে কনস্টেবল নিয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যেই সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন ।
মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারবেন । পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আলাদা আলাদা শূন্য পদে আবেদন করতে পারবেন । আজকের এই প্রতিবেদনে আবেদনের পদ্ধতি, বয়স মাসিক বেতন সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করবো ।
পদের নাম:- কনস্টেবল (বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার) (Barber, Safai Karamchari, Gardener)।
শূন্যপদ:- ১৪৩ টি
শিক্ষাগত যোগ্যতা:- এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
শারীরিক যোগ্যতা:- পুরুষ চাকরি প্রার্থীদের উচ্চতা ১৭০ সেমি এবং মহিলা চাকরিপ্রার্থীদের উচ্চতা ১৫৭ সেমি হতে হবে। পুরুষদের ছাতি ৮০ সেমি নূন্যতম হতে হবে এবং ফুলিয়ে ন্যূনতম ৮৫ সেমি করতে হবে ।
আরও পড়ুন:- Group D Recruitment 2024: এইট পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন
বয়স:- বারবার (Barber) এবং সাফাই কর্মচারী (Safai Karamchari) এই দুই ক্যাটাগরির জন্য নূন্যতম বয়স রাখা হয়েছে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। গার্ডেনার ক্যাটাগরির (Gardener) আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি,এসটি প্রার্থীরা ৫ বছর , ওবিসি প্রার্থীরা ৩ বছর ও এক্স সার্ভিস ম্যান বয়সে ৩ বছর ছাড় পাবে ।
আবেদনের পদ্ধতি (Itbp Constable Recruitment 2024) :- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই কনস্টেবল পদে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট।
ওয়েবসাইটের লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে । সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন । প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আইডি এবং পাসওয়ার্ড পাবেন । সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করলেই অনলাইনে আবেদন হয়ে যাবে ।
আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ অনলাইন আবেদন শুরু হলো
আবেদনের ফি:- চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফ্রি জমা করতে হবে। তবে তপশিলি জাতি এবং উপজাতি, মহিলা এবং এক্স সার্ভিস ম্যান ক্যাটাগরির আবেদনকারীদের কোন প্রকার আবেদন কি দিতে হবে না ।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:- এই শূন্য পদে আবেদন করার জন্য ২৬ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
অফিসিয়াল নোটিশ:- DOWNLOAD NOW
অফিসিয়াল ওয়েবসাইট:- CLICK HERE
আবেদন করার লিংক:- CLICK HERE
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
আরও পড়ুন:- Icds Recruitment 2024 : ৩২০০০ শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন