Sunday, December 15, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিকলকাতা জাহাজ বন্দরে কর্মী নিয়োগ! Kolkata Port Trust Vacancy

কলকাতা জাহাজ বন্দরে কর্মী নিয়োগ! Kolkata Port Trust Vacancy

Kolkata Port Trust Vacancy: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কলকাতা জাহাজ বন্দরে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গের শ্যামা প্রসাদ মুখার্জী পোর্ট দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশ পেয়েছে। এখানে Assistant Manager পদে স্টাফ নিয়োগ করা হবে।

বেকার যুবক যুবতীরা এই পদে (Kolkata Port Trust Job Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: শ্যামা প্রসাদ মুখার্জো পোর্ট (Kolkata Port Trust Vacancy)

পোস্টের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

বয়সসীমাঃ 

০১/০৯/২০২৪ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য।

যোগ্যতাঃ

এই পদে (Kolkata Port Trust Job Recruitment 2024) আবেদন করতে, প্রার্থীদের সার্ভে ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি এবং এস্টেট ম্যানেজমেন্ট, মূল্যায়ন, বা ভূমি রেকর্ডে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে (Kolkata Port Trust Job Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ৫৭,০০০/- টাকা এবং সর্বোচ্চ ৬৬,০০০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।

আরও পড়ুন:- জেলাশাসক দপ্তরে কর্মী নিয়োগ | DPM Recruitment West Bengal

নিয়োগ প্রক্রিয়া:

এখানে যোগ্য প্রার্থীদের বেছে নিতে অফিসিয়াল নোটিশের নিয়ম মানা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ জানতে অফিসিয়াল নোটিশটি পড়েনিন।

আবেদন ফি:

এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে না। বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।

উপরে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B. PIN: 721607

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২৫/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ: CLICK HERE

FORM DOWNLOAD LINK: CLICK HERE

আরও পড়ুন:- লিখিত পরীক্ষা ছাড়াই পৌরসভায় চাকরি! KMC Recruitment 2024

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ |NABARD Recruitment 2024

Most Popular