Sunday, December 15, 2024
Homeকৃষক সংক্রান্তবাংলা কৃষিসেচ যোজনা আবেদন, কৃষকরা পাবে ১৫১৯৩ টাকা থেকে ৩৬১৫১ টাকা

বাংলা কৃষিসেচ যোজনা আবেদন, কৃষকরা পাবে ১৫১৯৩ টাকা থেকে ৩৬১৫১ টাকা

রাজ্য এবং কেন্দ্র সরকারের কৃষকদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প রয়েছে কিন্তু অনেক প্রকল্পের তথ্য না জানার কারণে কৃষকরা সেই প্রকল্প থেকে বঞ্চিত হন, কোনরকম সুযোগ-সুবিধা পান না ।‌ সেই রকমই আপনাদের সামনে আজকে একটি অজানা প্রকল্প নিয়ে চলে এসেছি প্রকল্পের নাম হল বাংলা কৃষিসেচ যোজনা (Krishi Sinchai Yojana)। এই প্রকল্পে আপনারা সর্বনিম্ন ১৫১৯৩ টাকা থেকে সর্বোচ্চ ৬৫৮২৭ টাকা পর্যন্ত ব্যাংক একাউন্টে ভর্তুকি পেয়ে যেতে পারবেন ।
বিগত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ৯৬ হাজার জনেরও বেশি কৃষক এই প্রকল্পে অংশগ্রহণ করেছে এবং ৩৬ হাজার হেক্টর জমিতে কৃষি সেচের যন্ত্রপাতিগুলি লাগানো সম্ভব হয়েছে
আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রকল্পের আবেদনের বিস্তারিত তথ্য আলোচনা করবো

বাংলা কৃষিসেচ যোজনা প্রকল্পের সুযোগ সুবিধা (Krishi Sinchai Yojana Benefits) :-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১) অনুসেচের মাধ্যমে জলের ব্যবহার করলে জলের সংরক্ষণ হবে এছাড়াও সেচকার্যে খরচও কম হবে
২) সঠিক মাত্রায় সার প্রয়োগের ফলে বিন্দু সেচ যন্ত্রের মাধ্যমে জল এবং সার উভয়ের অপচয় কমানো যায়
৩) উন্নত অনুসেচ ব্যবস্থার ফলে কৃষিকাজে শ্রমের বন্টন ও ব্যবস্থার সার্বিক উন্নতি ঘটে
৪) উচ্চ মানসম্পন্ন ফসল এবং অধিক ফলন কৃষকরা লাভ করতে পারে
৫) এই ব্যবস্থায় আগাছার প্রাদুর্ভাব কম হয় ফলে পরিচর্যার খরচ অনেকটাই কম লাগে
৬) এই পদ্ধতিতে সমানভাবে ফসলে জল সেচ দেওয়া সম্ভব হয়

বাংলা কৃষিসেচ যোজনায় কি কি যন্ত্রাংশ দেওয়া হয় (Krishi Sinchai Yojana Equipment) :-

১) ফোয়ারা সেচের জন্য স্প্রিংলার যন্ত্র
২) বিন্দু সেচের জন্য ( ড্রিপলার যন্ত্র)

আরও পড়ুনঃ:- PMKISAN প্রকল্পে টাকা বাড়তে চলেছে , কত টাকা বাড়ছে দেখুন

বাংলা কৃষিসেচ যোজনায় কত টাকা দেওয়া হয় (Krishi Sinchai Yojana Money):-

ফোয়ারা এবং বিন্দু সেচ এই দুই যন্ত্রের ক্ষেত্রে পাইপের ব্যাসার্ধ, দূরত্ব এবং জমির পরিমাপ অনুযায়ী নির্দেশক মূল্য কৃষকদের দেওয়া হয়।

১) ফোয়ারা সেচের ক্ষেত্রে ১৫১৯৩ টাকা থেকে ৫৪৬৫৭ টাকা
২) বিন্দু সেচের ক্ষেত্রে ৩৬১৯১ টাকা থেকে ৬৫৮২৭ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়

বাংলা কৃষিসেচ যোজনায় আবেদনের যোগ্যতা (Krishi Sinchai Yojana Eligible) :-

১)‌ এই প্রকল্পে আবেদন করতে হলে কৃষকদেরকে একজন ক্ষুদ্র এবং প্রান্তিক ন্যূনতম ০.২ থেকে ২ হেক্টর পরিমান জমি থাকতে হবে তাহলে ১০০ শতাংশ অনুদান পাবেন

২) এ ছাড়াও অন্যান্য কৃষকরা যাদের জমি ২ থেকে ৫ হেক্টর রয়েছে, তারা নির্দেশক মূল্যের ৪৫ শতাংশ অনুদান পাবেন

বাংলা কৃষিসেচ যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Krishi Sinchai Yojana Documents) :-

১) আধার কার্ড
২)মোবাইল নাম্বার (আধার লিঙ্ক )
৩) জমি সংক্রান্ত কাগজ (রেকর্ড অথবা দলিল)
৪) ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স
৫) পাসপোর্ট সাইজ রঙিন ছবি

আরও পড়ুনঃ:- Krishak Bandhu New Prakalpa: প্রত্যেক কৃষক পাবে ৩২০০০০ টাকা ,এক্ষুনি আবেদন করুন

বাংলা কৃষিসেচ যোজনায় আবেদনের পদ্ধতি (Krishi Sinchai Yojana Application Process):-

বর্তমান চালু অর্থবর্ষে কৃষকদের নাম নিবন্ধীকরণ শুরু হয়েছে ,এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে আপনাদেরকে অফলাইনে একটি ফর্ম কৃষি অফিসে জমা করতে হবে ফর্মটি আপনারা ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে পেয়ে যাবেন

ওয়েবসাইট: Wbpmksy.org

ফর্ম ডাউনলোড:- Comming Soon

সিরিয়াল নাম্বারলিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular