Monday, July 8, 2024
Homeপ্রকল্পLakhir Bhandar: ১০০০,১২০০ টাকা এবার থেকে মহিলারা পাবে

Lakhir Bhandar: ১০০০,১২০০ টাকা এবার থেকে মহিলারা পাবে

২০২১ সালে বিধানসভা ভোটের আগে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় প্রতিশ্রুতি ছিলো ভোটে জিতলে লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakhir Bhandar Prakalpa) চালু করবে । বিধানসভা ভোটে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যবাসীর জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন ।

তখন থেকে এখন পর্যন্ত রাজ্যের মহিলারা এসসি এসটি (SC,ST) হলে ১০০০ টাকা করে এবং General, OBC মেয়েদেরকে ৫০০ টাকা করে দিয়ে আসছিলো। অবশেষে সেই টাকা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৮ই ফেব্রুয়ারি ২০২৪ পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট প্রকাশিত করলো রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটেই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে সবথেকে বড় ঘোষণা করা হয়েছে ।

এই বাজেটেই লক্ষীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছে, কোন মহিলারা কত টাকা করে পাবেন? কবে থেকে এই টাকা আপনাদের ব্যাংকে ঢুকবে? কি কাগজ জমা করতে হবে?আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করবো

Lakhir Bhandar Prakalpa বাজেটে কি ঘোষণা করা হয়েছে:-

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়বার সময় ঘোষণা করেছেন আমরা ২ কোটি ১১ লক্ষ মা বোনেদের লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছি, মা-বোনেদের হাত আরো শক্ত করতে মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধি করার প্রস্তাব দিচ্ছে। তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর মহিলারা মাসিক ১২০০ টাকা পাবে এবং অন্যান্য মহিলারা মাসিক ১০০০ টাকা পাবে। এই টাকা এপ্রিল ২০২৪ থেকে লাঘু হবে এবং সরাসরি ব্যাংকে মে ২০২৪ থেকে পেতে শুরু করবে । এর জন্য সরকার ১২০০০ কোটি টাকা বরাদ্দ করছে ,

৬০ বছর বয়স অতিক্রম করলে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতা প্রকল্পে চলে আসবেন। এবং একই আর্থিক সহায়তা প্রতি মাসে পেতে থাকবেন

আরও পড়ুন:- Psc Food Si Exam Date : Food Si Exam Date 2024

লক্ষীর ভান্ডার প্রকল্পে কারা কত টাকা পাবে?

তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণি অর্থাৎ (SC,ST) কাস্টের মহিলারা এবার থেকে ১০০০ টাকার বদলে ১২০০ টাকা পাবে এবং অন্যান্য কাস্ট অর্থাৎ (GENERAL,OBC) কাস্টের মহিলারা এবার থেকে ৫০০ টাকার বদলে ১০০০ টাকা পাবে।

অর্থাৎ SC, ST রা ১২০০ টাকা প্রতি মাসে পাবে।

GENERAL,OBC রা ১০০০ টাকা প্রতি মাসে পাবে

Lakhir Bhandar Prakalpa কবে থেকে বেশি টাকা পাবে মহিলারা ?

৮ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে যে বাজেট প্রকাশিত করা হয়েছে বাজেটের কপিতে লেখা রয়েছে মে মাস থেকে তাদের ব্যাংকে বর্ধিত টাকা ঢুকবে। এছাড়াও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন বাজেট পড়ছিলেন সেখানেও ঘোষণা করা হয়েছিল এপ্রিল থেকে বর্ধিত টাকা লাঘু হবে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মে ২০২৪ তারিখ থেকে পাবেন। অর্থাৎ যে টাকাটি বাড়ানো হয়েছে সেই ১০০০,১২০০ টাকা মহিলারা মে মাস থেকে তাদের ব্যাংক একাউন্টে পাবেন।

বেশি টাকা পাওয়ার জন্য কোনো কাগজ জমা দিতে হবে কি?

বলে রাখি বাজেটে যে বর্ধিত টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, সেই টাকা মহিলারা অটোমেটিক মে মাস থেকে পেতে শুরু করবে এর জন্য আপনাদেরকে কোন রকম কাগজ কোথাও জমা করতে হবে না

আরও পড়ুন:- Samudra Sathi Prakalpa: মাসে ৫০০০ টাকা দিবে মুখ্যমন্ত্রী মমতা, নতুন প্রকল্প আবেদন শুরু

Most Popular